TMC

ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এলাকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ভাঙড়ে এসেছিলেন বিধায়ক। প্রথমে ভাঙড়-২ ব্লকের বিডিও অফিসে গিয়ে খোঁজখবর নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:৩৩
Share:

—নিজস্ব চিত্র।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আইএসএফ নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ‘গো-ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা, অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ভাঙড় থানার সামনে। পরে উত্তেজিত তৃণমূল কর্মীদের হঠিয়ে বিধায়ককে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেয় পুলিশ। ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নওশাদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ভাঙড়ে এসেছিলেন বিধায়ক। প্রথমে ভাঙড়-২ ব্লকের বিডিও অফিসে গিয়ে খোঁজখবর নেন। তার পর তিনি চলে যান ভাঙড় থানায়। থানা থেকে কিছুক্ষণ পর তিনি বেরিয়ে আসতেই ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন একদল তৃণমূল কর্মী-সমর্থক। অভিযোগ, নওশাদ গাড়িতে উঠতেই তাঁকে গাড়ি ঘিরে ধরা হয়। চলতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ। তৃণমূলের বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগও তোলেন বিধায়ক।

Advertisement

ঘটনায় ক্ষুব্ধ নওশাদ বলেন, ‘‘আমার বিধানসভায় হেরে যাওয়ায় এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী।’’ তবে বিধায়কের এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পাল্টা বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়ে ভাঙড়-১ ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদ বলেন, ‘‘বিধায়কের অনুগামীরা এলাকার সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে৷ ওই আক্রান্তরাই তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement