coronavirus

চিতার উপর কোভিড আক্রান্তের আধপোড়া দেহ, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভাগাবাঁধ গ্রামের মকর গরাই (৫৫) নামে এক ব্যক্তি কয়েক দিন আগে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান পুরুলিয়ার হাতোয়ারা কোভিড হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:২৭
Share:

—নিজস্ব চিত্র।

পুকুর পাড়ে সাজানো কাঠের চিতার উপর পড়ে রয়েছে কোভিড আক্রান্তের আধপোড়া দেহ। এই ঘটনাকে ঘিরে ঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার পাড়া থানার ভাগাবাঁধ এলাকায়। বৃহস্পতিবার সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহটি সৎকার করে আনাড়া ফাঁড়ির পুলিশ।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ভাগাবাঁধ গ্রামের মকর গরাই (৫৫) নামে এক ব্যক্তি কয়েক দিনে আগে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। পুরুলিয়ার হাতোয়ারা কোভিড হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে মারা যান ওই ব্যক্তি। ওই দিন রাতেই পাশের পুকুরের কাছে একটি শ্মশানে মৃতদেহ সৎকার করে পরিবার। পুলিশের উপস্থিতিতেই কাঠের চিতায় আগুন ধরানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যেতেই ভয়ে পরিবারের লোকজনও সেখান থেকে চলে যান। তার পরেই হয়তো কোনও কারণে আগুন নিভে যায়। যার ফলে আধপোড়া অবস্থায় থেকে যায় ওই মৃতদেহ। বৃহস্পতিবার সকালে তা গ্রামবাসীদের চোখে পড়তেই পুলিশে খবর দেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement