Techno India Group

Multi-specialty hospital: ৬০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল সল্টলেকে, টেকনো ও রোটারির নয়া উদ্যোগ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সত্যম রায়চৌধুরী এবং রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩০
Share:

শুক্রবার সেক্টর ফাইভে ৬০০ শয্যার এই হাসপাতালের শিলান্যাস করা হল।

টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং রোটারি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে রাজ্যে তৈরি হতে চলেছে মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল। যার নাম রোটারি-টেকনো গ্লোবাল হাসপাতাল রাখা হচ্ছে। শুক্রবার সেক্টর ফাইভে ৬০০ শয্যার হাসপাতালের শিলান্যাস করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সত্যম রায়চৌধুরী এবং রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহতা।

Advertisement

দুই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কেন্দ্রস্থলে ৩ একর জমির উপর গড়ে উঠবে ওই হাসপাতাল। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধা থাকবে সেখানে। আগামী দুই বছরের মধ্যেই ৩৫০ শয্যা সম্পূর্ণভাবে চালু করা হবে ওই হাসপাতালে।

সত্যম বলেন, ‘‘চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ স্থাপন করার যাত্রায় টেকনো ইন্ডিয়া গোষ্ঠী বরাবরই এগিয়ে। এই প্রতিষ্ঠান অনেক মাইলফলক ছুঁয়েছে অতীতে। এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। কলকাতায় রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করবে।’’

Advertisement

শেখর বলেন, ‘‘রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল কলকাতা স্বাস্থ্য পরিষেবায় নতুন যুগের সূচনা করবে। ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে সেরা হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠান। এই হাসপাতাল আগামী দিনে হাজার হাজার তরুণ ছেলেমেয়ের জন্য কাজের সুযোগও তৈরি করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement