Abhijit Binayak Banerjee

অতি সঙ্কটজনক অভিজিৎ বিনায়কের মা, হাসপাতালে রয়েছেন ভেন্টিলেটরে, শুক্রে কলকাতায় আসছেন পুত্র

অভিজিতের মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। নির্মলার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছে হাসপাতাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ২০:০৯
Share:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। নির্মলার বয়স ৮৭ বছর। বয়সজনিত অসুস্থতা ছিলই। এর মাঝে বুধবার তিনি পড়ে গিয়ে মাথায় চোট পান। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। মাকে দেখতে শুক্রবার শহরে আসছেন অভিজিৎ।

Advertisement

বৃহস্পতিবার অভিজিতের মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। নির্মলার ছোট ছেলের সঙ্গে কথাও বলেন। নির্মলার অসুস্থতা প্রসঙ্গে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে বলেন, ‘‘অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। পড়ে গিয়ে ওঁর মাথায় চোট লেগেছে। অভিজিৎ শুক্রবার কলকাতায় আসবেন।’’

বুধবার সকালে নির্মলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এর আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য গত ২৬ অক্টোবর একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিজিতের মাকে। চিকিৎসার পর ২৯ তারিখে তাঁকে ছেড়েও দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’দিন আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

Advertisement

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ। তিনি আমেরিকায় থাকেন। অভিজিৎ নোবেল পাওয়ার পর তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অভিজিৎ দেশের বাইরে থাকায় তাঁর মা নির্মলার হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন অভিজিৎ। কোভিডের সময়ে তাঁকে কোভিড মোকাবিলা কমিটির মাথায় বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ীর পরামর্শ মেনে পদক্ষেপও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement