CPM

‘ছকভাঙা’ প্রতিবাদের ডাক মোদীকে ঘিরে

দু’দিনের কলকাতা সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১১:০০
Share:

ছবি বামেদের সোশ্যাল মিডিয়ার সৌজন্যেয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের দিন যত এগিয়ে আসছে, তাঁর ফেরত যাওয়ার দাবিতে আন্দোলনের বাতাবরণ তত জোরালো হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) বিরোধিতায় এবং আন্দোলনকারীদের উপরে পুলিশি নৃশংসতার প্রতিবাদে প্রধানমন্ত্রীর সফরের সময়ে বিক্ষোভের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস। সিপিএম নেতৃত্ব বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে ‘ছকভাঙা প্রতিবাদ’ এবং তাতে শান্তিপূর্ণ ভাবে সব মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বামপন্থী ও অন্য নানা সংগঠনই শনি ও রবিবার রাজ্য জুড়ে দলীয় পতাকা ছাড়াই বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।

Advertisement

দু’দিনের কলকাতা সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তবে তাঁর কর্মসূচির চূড়ান্ত নির্ঘণ্ট ঘিরে ঘোঁয়াশা রাখা হচ্ছে বলে ধরে নিয়ে আজ, শুক্রবার থেকেই টানা তিন দিন রাজ্য জুড়ে প্রতিবাদের প্রস্তুতি রাখছে বাম ও কংগ্রেস। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বৃহস্পতিবার বলেন, ‘‘তিন দিনই ‘গো ব্যাক মোদী’ স্লোগান দিয়ে প্রতিবাদের জন্য মানুষ তৈরি হচ্ছেন। এখন ছক ভাঙার সময়। এখানেও ছকভাঙা আন্দোলনে শান্তিপূর্ণ ভাবে সব মানুষকে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।’’ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও বিধানসভা চত্বরে প্রশ্ন তুলেছেন, ‘‘বিজেপি-শাসিত অসমে মোদী যেতে পারছেন না। অথচ পশ্চিমবঙ্গে তিনি আসার সাহস দেখাচ্ছেন কী করে?’’ বিক্ষোভে শামিল হওয়ার কথা কংগ্রেস ও তাদের সব শাখা সংগঠনের।

এখনও পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী, দমদম বিমানবন্দরে নামার কথা শনিবার বিকালে। সে দিন বিমানবন্দরের কাছে কৈখালি মোড়ে এবং রাজভবনের (প্রধানমন্ত্রীর যেখানে ওঠার কথা) কাছে ওয়াই চ্যানেলে একই সঙ্গে প্রতিবাদী জমায়েতের ডাক দিয়েছেন প্রসেনজিৎ বসুরা। তবে তাঁরা কোনও সংগঠনের নাম ব্যবহার করছেন না। ‘কলকাতা অবরোধে’ দলের পতাকা-ব্যানার ছেড়ে সকলকেই শামিল হওয়ার আর্জি জানিয়েছেন প্রসেনজিৎরা। সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষের দাবি, ‘‘মোদী যখনই আসুন, যেখানেই আসুন, বিক্ষোভে উত্তাল হবে রাজ্য।’’ কালো পতাকা নিয়ে বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৭ দলের মতো এসইউসি-ও সব জেলায় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। গণ সংহতি কেন্দ্রের তরফে সমীর পূততুণ্ডও বিক্ষোভ-প্রতিবাদের জন্য সব জেলায় প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন।

Advertisement

প্রশ্ন হল, মোদী-বিরোধী এমন প্রতিবাদের আবহে তৃণমূল কী করবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা পরিষ্কার করতে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করতে হলে শাসক দলের জন্য কি অন্য পথে যাওয়া সম্ভব? তৃণমূলের সূত্রের বক্তব্য, এখনও পর্যন্ত মোদীর সফর ঘিরে এখনও তাদের কোনও রাজনৈতিক পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement