Tilted Buildings in Kolkata

এক্সাইডে পুরনো বাড়ি হেলে রয়েছে, উপর থেকে ভাঙছে চাঙড়! আতঙ্কে বাসিন্দারা, সতর্ক পুরসভাও

এক্সাইড মোড়ে হেলে থাকা বাড়িটি অন্তত ৫০ বছরের পুরনো। দীর্ঘ দিন ধরেই তা হেলে রয়েছে বলে অভিযোগ। পুরসভা সূত্রে খবর, ওই বাড়িতে ১০ থেকে ১২টি পরিবারের বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১০
Share:

এক্সাইড মোড়ে পুরনো বহুতল হেলে পড়েছে। ছবি: সংগৃহীত।

কলকাতার এক্সাইড মোড়ে হেলে রয়েছে পুরনো একটি বাড়ি। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ওই ছ’তলা বাড়িটি অন্তত ৫০ বছরের পুরনো বলে জানা গিয়েছে।‌ পাশের একটি আট তলা বাড়ির দিকে অনেক দিন ধরেই বিপজ্জনক ভাবে হেলে রয়েছে বাড়িটি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়ির উপর থেকে চাঙড়ও খসে পড়ছে কখনও কখনও। বাসিন্দাদের মধ্যে বাড়ির পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

পুরসভা সূত্রে খবর, হেলে থাকা বাড়িটিতে ১০ থেকে ১২টি পরিবারের বাস। দোতলায় রয়েছে গেস্ট হাউস। বাড়ির নীচের অংশে কয়েক জন ভাড়াটে থাকেন। এ ছাড়াও উপরের অংশে ফ্ল্যাট কিনে বাস করে কিছু পরিবার। বাড়ির মালিক এই বাড়িতে থাকেন না। বাড়িটিকে অনেক আগেই ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছে পুরসভা। কিন্তু অভিযোগ, বাসিন্দারা বাড়ি ছাড়তে নারাজ।

ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা ভবানীপুর কেন্দ্রে রয়েছে ৭০ নম্বর ওয়ার্ড। সেখানকার কাউন্সিলর অসীম বসু। স্থানীয়দের দাবি, এই বাড়ির বিষয়ে কোনও পদক্ষেপ করেনি পুরসভা। এর ফলে পাশের বাড়িটিও নতুন করে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানকার বাসিন্দারাও আতঙ্কে আছেন।

Advertisement

কলকাতা পুরসভা এলাকায় গত কয়েক দিন ধরেই একের পর এক বহুতল হেলে পড়ার খবর মিলছে। কিছু দিন আগে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি চারতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ে। তার ফলে বাড়িটি এক দিকে হেলে যায়। সে সময়ে বাড়িটিতে কোনও বাসিন্দা ছিলেন না। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। ওই বাড়ি বেআইনি ভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ। পুরসভা ইতিমধ্যে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে। ওই বাড়ির প্রোমোটারকে ঘটনার দু’দিন পর গ্রেফতার করা হয় বকখালি থেকে।

এর পর একে একে বাগুইআটি, ট্যাংরা, এন্টালির মতো এলাকা থেকে হেলে থাকা বহুতলের হদিস মেলে। পুরসভা জানিয়েছে, এন্টালির ছাতুবাবু লেনে ৫৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি হেলে রয়েছে। তিলজলার বেদিয়াডাঙা মসজিদবাড়ি বাই লেনেও একটি বাড়ি বিপজ্জনক ভাবে হেলে আছে। সেটি কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement