(বাঁ দিক থেকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অশোকনগরের অনুষ্ঠানমঞ্চে বিধায়ক নারায়ণ গোস্বামী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।
অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর শো কজ়ের জবাবের জন্য অপেক্ষা করছে তৃণমূল। জবাব এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। এমনটাই জানালেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। বিধায়কের আচরণ যে অনভিপ্রেত, তা-ও মেনে নিয়েছেন শোভনদেব।
‘অনভিপ্রেত’ আচরণের জন্য নারায়ণকে ইতিমধ্যে শো কজ় করেছে তৃণমূল। অশোকনগরে কিছু দিন আগে তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। অভিযোগ, তিনি মঞ্চে উঠে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তা শুনে অনেকেরই মনে হয়েছে, বিধায়ক সে সময়ে ‘অপ্রকৃতিস্থ’ অবস্থায় ছিলেন। শনিবার বিধানসভায় শোভনদেবকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি ওঁকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে। ওঁর উত্তর আসার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘একজন বিধায়কের কাছ থেকে এই ধরনের আচরণ অনভিপ্রেত। জনমনে তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ওঁর জবাবের জন্য অপেক্ষা করছি।’’
শুক্রবারই নারায়ণকে শো কজ় করে তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, জবাব দেওয়ার জন্য নারায়ণকে কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। তবে যত দ্রুত সম্ভব নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে বিধায়ককে।
সম্প্রতি অশোকনগরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠেছিলেন বিধায়ক নারায়ণ। আমন্ত্রিত সঙ্গীতশিল্পীর আগে তিনিই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। দর্শকাসনে তখন অনেকেই ছিলেন। ওই সময়ের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিধায়কের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। তৃণমূল জানিয়ে দেয়, এই আচরণ দল অনুমোদন করে না। সূত্রের খবর, বক্সী নিজে তৃণমূল ভবনে গিয়ে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে নির্দেশ দেন ভাইরাল ভিডিয়ো-বিতর্কে বিবৃতি দেওয়ার জন্য। তার পর জয়প্রকাশ জানান, নারায়ণের আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে ‘খাপ খায় না’। শৃঙ্খলারক্ষা কমিটিকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। তার পরেই শো কজ়ের চিঠি পান বিধায়ক।