ছবি: সংগৃহীত
ম্যারাপ বেঁধে পুজো-মণ্ডপ চত্বরে বইয়ের বিপণি খুললেই রাতের দিকে ভেঙে দেওয়া হচ্ছিল। কয়েক বছর ধরে চলছিল এমন ‘উপদ্রব’। হামলার হাত থেকে বাঁচতে এ বার ভ্রাম্যমাণ বই বিপণির ব্যবস্থা করল হাওড়া জেলা সিপিএম। উদয়নারায়ণপুরের পাঁচারুল এলাকার নানা মহল্লায় সকাল, বিকাল ও সন্ধ্যায় পালা করে ঘুরে বেড়াচ্ছে ভ্যান সাজিয়ে তৈরি প্রগতিশীল সাহিত্যের বিপণি। সিপিএম সূত্রের বক্তব্য, ভ্রাম্যমাণ বিপণির বিক্রি-বাটা ভালই। এই পথে ‘সন্ত্রাস’ থেকে রেহাই পাওয়ায় ভবিষ্যতে আরও সুসংহত আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।