Corona

পুর স্বাস্থ্যকেন্দ্রে অব্যবস্থা হুগলিতে, করোনার টিকা নিতে এসে আক্রান্ত হওয়ার আশঙ্কা!

অভিযোগ, কোভিড বিধি মানার কোনও বালাই নেই শ্রীরামপুর পুরসভা পরিচালিত মাহেশের স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৯:০৩
Share:

শ্রীরামপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেওয়ার ভিড়। নিজস্ব চিত্র।

ভোর ৪টে থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না করোনার টিকা। বরং বাড়ছে আক্রান্ত হওয়ার আশঙ্কা। অভিযোগ, কোভিড বিধি মানার কোনও বালাই নেই শ্রীরামপুর পুরসভা পরিচালিত মাহেশের স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

সোমবার সেখানে অনেকে লাইন দিয়েও টিকা পাননি বলে অভিযোগ। তাই মঙ্গলবার ভোর থেকে ফের লাইনে দাঁড়িয়েছেন। তবে সকালে পুরসভার তরফে নোটিস দিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার দ্বিতীয় টিকা দেওয়া হলেও সেই সংখ্যা ৩০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাই সকলেই তাড়াহুড়ো করছেন দ্বিতীয় টিকা নেওয়ার জন্য। ফলে লাইনে বিশৃঙ্খলা ধরা পড়েছে।

একই ছবি চুঁচুড়ার সায়রা মোড়ে পুরসভার একটি স্বাস্থ্যকেন্দ্রে। প্রথম টিকা ৩০০ জনকে দেওয়া হবে জেনে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে সকাল ১০টায় হাতে কুপন পাচ্ছেন তাঁরা। টিকা পেতে দুপুর গড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় ডোজ নেওয়ারও ভিড় উপচে পড়ছে টিকা-কেন্দ্রগুলিতে। ঠিক মত হাঁটতে অসুবিধা হয়, তা ই হাতে লাঠি নিয়ে লাইনে দাঁড়িয়েছেন প্রৌঢ় দম্পতি। বললেন, ‘‘বয়স্কদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদে-গরমে। একটু বসার জায়গাও নেই।’’

Advertisement

হুগলি জেলারই দেবানন্দপুর দেবদাস স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া বন্ধ। যাঁরা প্রথম টিকা নিয়েছেন, তাঁদের নির্ধারিত সময় হয়ে গেলেও দ্বিতীয় টিকা পাচ্ছেন না। স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হচ্ছে, টিকার জোগান না থাকায় দেওয়া যাচ্ছে না। যাঁরা দ্বিতীয় টিকা নিতে চান, তাঁদের মগরা ব্লক হাসপাতাল নয়ত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement