রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন তিনি। রাতেই তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আবাসন ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমও।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুব্রত স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রে খবর। সুব্রতর শারীরিক অবস্থার খবর পেয়ে রাতেই হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও মন্তব্য করেননি। সুব্রতর শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেননি মুখ্যমন্ত্রীও। হাসপাতাল থেকে ফেরার মুখে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কিছু বলার মতো পরিস্থিতিতে নেই।’’
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সুব্রত। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়ায় ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়েছিল। পরে কার্ডিওলজি আইসিইউ-তে তাঁর চিকিৎসা শুরু হয়। সুব্রতকে ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’ বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল অক্সিজেনও। পরে তাঁর বুকেও সংক্রমণ ধরা পড়ে। তবে কিছুটা সুস্থ হওয়ায় গত সপ্তাহে বাইপ্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সোমবার সুব্রতর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তাঁর দেহে দু’টি ‘স্টেন্ট’ও বসানো হয়েছিল। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।