Habra

TMC: পাঁচ বছর মুখে এঁটে থাকুন লিউকোপ্লাস্ট, হাবড়ায় বিরোধীদের ‘পরামর্শ’ জ্যোতিপ্রিয়র

হাবড়া-১ ব্লক কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কেও নিশানা করেন জ্যোতিপ্রিয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৮:১৯
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। নিজস্ব চিত্র।

আগামী পাঁচ বছর বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট এঁটে রাখার পরামর্শ দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার হাবরায় রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি বলেন, ‘‘বিরোধী দলগুলি কোনও কাজই করে না। আগামী পাঁচ বছর তারা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুক ঘরে। মানুষের জন্য সামান্য কাজটুকু না করার জন্যই তারা হেরে বসে রয়েছে ঘরে।’’

Advertisement

হাবড়া-১ ব্লক কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কেও নিশানা করেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, ‘‘রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। উনি একজন আইনের লোক। সেই অবস্থানের কথা মাথায় রেখে ওঁর নিরপেক্ষ থাকা উচিত ছিল। তা ছাড়া ওঁর নামে ইদানীং যে সব কেস উঠে আসছে, অবিলম্বে ওঁর ইস্তফা দেওয়া উচিত।’’

হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় সম্প্রতি তাঁর বিধায়ক তহবিল থেকে হাবড়া পঞ্চায়েত সমিতিকে একটি শববাহী গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁর অভিযোগ, এ রাজ্যের বিরেধীরা কাজের চেয়ে অকাজই বেশি করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement