মঙ্গলবার পর্যন্ত দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। — ফাইল চিত্র।
রাজ্যে শীতের আমেজে আবার বাদ সাধতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে সোমবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণের কয়েক জেলায় রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্য দিকে, পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এই জোড়া ফলায় রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে ঢুকতে পারে জলীয় বাষ্প। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃদ্ধি পেতে পারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের তাপমাত্রা।
রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দার্জিলিঙে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হতে পারে। রবিবার কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনাও। কুয়াশার জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দৃশ্যমানতা খুব থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।