Accident in Mumbai

দুরন্ত গতিতে ছুটে এসে বাইকে ধাক্কা জলের ট্যাঙ্কারের, মুম্বইয়ে ছিটকে পড়ে মৃত্যু মডেলের

ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন তরুণী। হুড়মুড় করে তাঁকে চাপা দিয়ে এগিয়ে যায় ট্যাঙ্কার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্যাঙ্কারটি রাস্তায় রেখে পালিয়ে যান চালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২০:২১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুম্বইয়ে আবার ‘হিট অ্যান্ড রান’-এর ঘটনা। বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল সওয়ার তরুণীর। শিবানী সিংহ নামে ওই তরুণী পেশায় মডেল ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাইকে সওয়ার আর এক যুবক। তিনি ওই মডেলের বন্ধু ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ বান্দ্রার বাবা সাহেব অম্বেডকর রোড ধরে বাইকে চেপে যাচ্ছিলেন শিবানী। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু। দুরন্ত গতিতে ছুটে এসে বাইকটিকে ধাক্কা দেয় জলের ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন তরুণী। হুড়মুড় করে তাঁকে চাপা দিয়ে এগিয়ে যায় ট্যাঙ্কার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্যাঙ্কারটি রাস্তায় রেখে পালিয়ে যান চালক।

শিবানীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই এলাকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তা দেখে অভিযুক্ত চালককে ধরার চেষ্টা চলছে। মাস কয়েক আগে মুম্বইয়ে এক মাছ বিক্রেতা মহিলাকে চাপা দিয়ে চলে যায় বিএমডব্লিউ গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গাড়িটি চালাচ্ছিলেন শিবসেনা (শিন্ডে শিবির) নেতার ছেলে মিহির শাহ। তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement