রক্তাক্ত: সংগ্রাম। নিজস্ব চিত্র
সমাজ মাধ্যমে করোনা সচেতনতার বার্তা দিয়ে প্রহৃত হল এক কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গড়বেতার চাঁদাবিলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদাবিলা গ্রামের বাসিন্দা সংগ্রাম চৌধুরী ৪-৫ দিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে যাঁরা ভিনরাজ্য থেকে এসেছেন তাঁদের প্রকাশ্যে ঘোরাঘুরি করতে নিষেধ করে একটি পোস্ট করেন। গড়বেতা কলেজের দর্শনের ছাত্র সংগ্রাম পরে সেই পোস্ট মুছেও দেন। কিন্তু শনিবার রাত প্রায় ৮টা নাগাদ চাঁদাবিলা গ্রামে বাড়ি থেকে সাইকেলে করে কিছুটা দূরে দোকানে যাওয়ার সময়ে কয়েকজন অপরিচিত যুবক তাঁর পথ আটকায় বলে অভিযোগ। তারপরে ফাঁকা রাস্তায় তাঁকে মারধর করা হয়। সংগ্রামের দাবি, ওই যুবকদের মুখ ঢাকা ছিল। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে ছুটে পালান তিনি। পরে পরিচিত কয়েকজন সংগ্রামকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি।
গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।