দুঃস্থদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন বৃদ্ধার ছেলে। —নিজস্ব চিত্র
বার্ধক্যজনিত অসুখে মারা গিয়েছিলেন মা। লকডাউন চলায় ঘটা করে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেননি ছেলেরা। বরং, শ্রাদ্ধানুষ্ঠানে পারিবারিক আত্মীয় এবং প্রতিবেশীদের না ডেকে গৃহবন্দি দুঃস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন তিন ছেলে।
বুধবার করোনা পরিস্থিতিতে এমন অভিনব শ্রাদ্ধানুষ্ঠানের সাক্ষী রইল ভগবানপুর-২ ব্লকের মাধবপুর এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে এলাকার বাসিন্দা রুনুবালা প্রধান (৬৪) বার্ধক্যজনিত অসুখে মারা গিয়েছিলেন। তাঁর শেষকৃত্যে প্রতিবেশীদের অনেকে গিয়েছিলেন। কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ করা হয়নি। বরং বুধবার ওই মহিলার শ্রাদ্ধানুষ্ঠানে এলাকার দুঃস্থদের ডেকে আনা হয়। সেখানে ৩০০ জনের হাতে চাল, ডাল, আলু, আনাজ এবং মশলা সহ ত্রাণের প্যাকেট তুলে দেন মৃত বৃদ্ধার ছেলেরা।
মৃতার বড় ছেলে রবীন্দ্রনাথের দাবি, হিন্দুশাস্ত্র মতে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করা জরুরি ছিল। কিন্তু দেশের স্বার্থে লকডাউন মানতে গিয়ে ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান পালন করা সম্ভব হয়নি। তাই মায়ের আত্মার শান্তি কামনায় এলাকার দুঃস্থ লোকেদের হাতে ত্রাণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তিন ভাই।’’ এমন ঘটনায় মৃতার ছেলেদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: সঙ্ঘাত তো শেষ কালই, আজও কেন ঘরে বসে কেন্দ্রীয় দল?
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)