debra

সোনার কাজে গিয়ে নিখোঁজ দুই ভাই

শম্ভুনাথ সরেন ও গোপীনাথ সরেন নামে ওই দুই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ডেবরা থানায় অপহরণের মামলা রুজু করেছে আদিবাসী ওই দুই ভাইয়ের পরিবার। পুলিশের অনুমান, দুই ভাই উত্তরপ্রদেশে রয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৪
Share:

ছবি: শাটারস্টক

কাজের টোপ দিয়ে ভিন্‌রাজ্যে নিয়ে যাওয়া দুই নাবালক ভাই নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠল। ডেবরা ব্লকের শ্রীরামপুরের এই ঘটনায় শোরগোল পড়েছে।

Advertisement

অভিযোগ, সোনার কাজ দেওয়ার নাম করে দুঃস্থ পরিবারের বছর তেরোর ওই দুই কিশোরকে নিয়ে ভিন্‌রাজ্যে নিয়ে গিয়েছিল এক যুবক। তারপর থেকে শম্ভুনাথ সরেন ও গোপীনাথ সরেন নামে ওই দুই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ডেবরা থানায় অপহরণের মামলা রুজু করেছে আদিবাসী ওই দুই ভাইয়ের পরিবার। পুলিশের অনুমান, দুই ভাই উত্তরপ্রদেশে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোরের বাবা মাসাং সরেন ও মা সুন্দরী সরেন মূলত শ্রমিকের কাজ করে সংসার চালান। শিক্ষার ছোঁয়া লাগেনি এই পরিবারে। দুই ছেলে শম্ভুনাথ ও গোপীনাথ ছোট থেকে শিশুশ্রমিকের কাজ করে অভ্যস্ত। মাস দেড়েক আগে এক যুবক এসে তাদের সোনার কাজে ভিন্‌রাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। অনেক টাকা রোজগারের প্রলোভন দেখায়। রাজি হয়ে যায় দুই ভাই। সুন্দরী বলছিলেন, “অনেক বুঝিয়ে ছেলে দু’টোকে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন ছেলেদের কোনও খোঁজ পাচ্ছি না।” গ্রামবাসীর পরামর্শে ১৯ ফেব্রুয়ারি ছেলেদের খোঁজে থানায় যান বাবা-মা। পরে দায়ের করেন অপহরণের অভিযোগ। সুন্দরী বলেন, “ছেলেদের সঙ্গে ওই যুবকের কীভাবে পরিচয় হয়েছিল জানি না। আমি ওই যুবককে বলেছিলাম আমার ছেলেদের ফিরিয়ে দাও। কিন্তু ছেলেদের পাইনি।”

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোর বাড়িতে টাকা না পাঠানোয় সন্দেহ জেগেছে পরিবারের। ওই কিশোরদের যে যুবক নিয়ে গিয়েছে, মোবাইল নম্বরের সূত্র ধরে তার খোঁজ শুরু করেছে পুলিশ। নম্বর বদলে দিয়েছে ওই যুবক। ওই মোবাইল ফোনেই অন্য নম্বর ব্যবহার করছে বলে পুলিশ জানতে পেরেছে। ডেবরার এসডিপিও সমীর অধিকারী বলেন, “মোবাইল নম্বরের সূত্র ধরে দুই কিশোরের খোঁজ করছি। শীঘ্রই মেরঠে গিয়ে কিশোরদের উদ্ধার করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement