Accident

সেতুর গার্ডওয়ালে ধাক্কা, বাইক-সহ ছিটকে পড়লেন দুই যুবক, ভয়াবহ দুর্ঘটনা চন্দ্রকোনায়

সেতুর গার্ডওয়ালে ধাক্কা মেরেছিল বাইক। সেই বাইক নিয়েই সেতু থেকে ছিটকে নীচে পড়লেন দুই আরোহী। শুক্রবার গভীররাতে এমনই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১২:২০
Share:

সেতুর নীচ থেকে তোলা হচ্ছে বাইক। — নিজস্ব চিত্র।

সেতুর গার্ডওয়ালে ধাক্কা মেরেছিল বাইক। সেই বাইক নিয়েই সেতু থেকে ছিটকে নীচে পড়লেন দুই আরোহী। শুক্রবার গভীর রাতে এমনই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়। মনে করা হচ্ছে, ওই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে দু’জনের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোডের সেতুর ব্রিজের নীচ থেকে উদ্ধার হয়েছে ওই দেহ দু’টি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, কুবাই সেতুর নীচে পড়ে আছে দু’টি মৃতদেহ। পড়ে রয়েছে একটি বাইকও। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে দ্রুত গতিতে যাওয়া সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে সেতুর গার্ডওয়ালে ধাক্কা মারে। তার পর বাইক-সহ দুই আরোহী নীচে পড়ে যান। তার জেরেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

শনিবার সকালে কুবাই সেতুর নীচে পৌঁছে দড়ি এবং বাঁশের মাধ্যমে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে মৃত্যু ঘটল তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement