Chinese Manjha

চিনা মাঞ্জা কিনে বাইকে করে ফেরার সময় অন্য ঘুড়ির চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু যুবকের!

সুহেল এবং নওয়াজিশ দু’জনেই ঘুড়ি ওড়াতে ভালবাসতেন। সোমবার সন্ধ্যায় একটি দোকান থেকে ঘুড়ি এবং চিনা মাঞ্জা দেওয়া সুতো কিনে ফিরছিলেন, তখনই দুর্ঘটনার শিকার হন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১১:০৫
Share:

চিনা মাঞ্জায় মৃত্যু যুবকের। ছবি: সংগৃহীত।

চিনা মাঞ্জা নিয়ে বার বার সতর্ক করার পরেও হুঁশ ফেরেনি। দেশের কোথাও না কোথাও এই চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। কোনও কোনও ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে। তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের মিরাট থেকে।

Advertisement

ঘুড়ি ওড়ানোর জন্য চিনা মাঞ্জা দেওয়া সুতো কিনে ফিরছিলেন এক যুবক। বাইকে করে ফেরার সময় অন্য একটি ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল তাঁর। ঘটনাচক্রে, যে সুতোয় গলা কেটে গিয়েছে যুবকের, সেটিও চিনা মাঞ্জা দেওয়া। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুহেল।

বন্ধু নওয়াজিশকে বাইকে নিয়ে সোমবার চিনা মাঞ্জা কিনতে গিয়েছিলেন সুহেল। দোকান থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হান তাঁরা। চিনা মাঞ্জা দেওয়ার ঘুড়ির সুতোয় গলা কেটে যায় সুহেলের। গুরুতর জখম হন বাইকের পিছনের আসনে বসে থাকা সুহেলের বন্ধু নওয়াজিশ। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। কিন্তু সুহেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নওয়াজিশ।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সুহেল এবং নওয়াজিশ দু’জনেই ঘুড়ি ওড়াতে ভালবাসতেন। সোমবার সন্ধ্যায় একটি দোকান থেকে ঘুড়ি এবং চিনা মাঞ্জা দেওয়া সুতো কিনে ফিরছিলেন, তখনই দুর্ঘটনার শিকার হন তাঁরা। এই ঘটনার পরই মিরাট পুলিশ স্থানীয় বাজারে অভিযান চালিয়ে দোকান বন্ধ করে দেন। তদন্তকারীরা জানাচ্ছেন, চিনা মাঞ্জা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই দোকানিরা গোপনে তা বিক্রি করছিলেন। তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েক বস্তা চিনা মাঞ্জা দেওয়া সুতো উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement