Suvendu Adhikari

Suvendu Adhikari: তমলুকে শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে ‘গো-ব্যাক’ স্লোগানের অভিযোগ

বিজেপি-র অভিযোগ, শুভেন্দু আসার খবর পেয়ে সেখানে হাজির হন তৃণমূলের নেতা-কর্মীরা। ডিজে বাজিয়ে শুরু হয় ‘গো-ব্যাক’ স্লোগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ২২:৫১
Share:

নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে। মঙ্গলবার সন্ধ্যায় তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচিতে হাজির হন শুভেন্দু। বিজেপি-র অভিযোগ, শুভেন্দু আসার খবর পেয়ে সেখানে হাজির হন তৃণমূলের নেতা-কর্মীরা। ডিজে বাজিয়ে শুরু হয় ‘গো-ব্যাক’ স্লোগান। তখন ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

Advertisement

শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনা নিয়ে বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘দাদা (শুভেন্দু) বিভিন্ন নেতার বাড়িতে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন। সেই কর্মসূচিতে তিনি তমলুকে আমার বাড়িতে এসেছিলেন। খবর পেয়ে সেখানে আমাদের দলের কর্মীরাও চলে আসেন। তার পর বাড়ির বাইরে জড়ো হয় তৃণমূল সমর্থকেরা। চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছিল তৃণমূল।’’

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে একাধিক বার ফোন করা হলেও মঙ্গলবার রাত পর্যন্ত তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement