TMC

Chhota Angaria Day: গত বছর ভাগ বসিয়েছিল বিজেপি, এ বছর একাই ছোট আঙারিয়া দিবস পালন করল তৃণমূল

গত বছর এই স্মরণ দিবসে ভাগ বসিয়েছিল বিজেপি। তবে এ বছর তারা কোনও কর্মসূচি নেয়নি। কারণ কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৯:২৩
Share:

গত বছর এই স্মরণ দিবসে ভাগ বসিয়েছিল বিজেপি। নিজস্ব চিত্র

ছোট আঙারিয়া দিবস পালন করল তৃণমূল। ২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে গণহত্যার ঘটনা ঘটে। দলীয় কর্মীদের খুন করা হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের। ওই ঘটনায় নিহত দলের পাঁচ কর্মী রবিয়াল ভাঙ্গি, মুক্তার খাঁ, হায়দর মণ্ডল, জয়ন্ত পাত্র, মুক্ত পাত্রের স্মৃতিসৌধে মালা দিয়ে শ্রদ্ধা জানায় তৃণমূল নেতৃত্ব।

এই উপলক্ষে ছোট আঙারিয়া গ্রামে এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, এলাকার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, যুব জেলা সভাপতি সন্দীপ সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। সুজয় হাজরা বলেন, ‘‘দলের নির্দেশে সংক্ষিপ্ত ভাবেই স্মরণ সভার আয়োজন করা হয়েছে।’’

Advertisement

গত বছর এই স্মরণ দিবসে ভাগ বসিয়েছিল বিজেপি। তবে এ বছর তারা কোনও কর্মসূচি নেয়নি। বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র বলেন, ‘‘এটা দলের ঘোষিত কর্মসূচি নয়। তা ছাড়া ছোট আঙারিয়া দিবস সে ভাবে দলের তরফে পালন করা হয় না।" বিজেপি নেতা মদন রুইদাস অবশ্য কর্মসূচি পালন না করার পিছনে অন্য কারণ দেখিয়েছেন। তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারীকে বলেছিলাম। কিন্তু ঠাসা কর্মসূচি থাকায় তিনি আসতে পারবেন না। তাই কর্মসূচি নেওয়া হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement