শালবনির কর্ণগড়ে মহামায়ার মন্দিরে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের নেতারা। —নিজস্ব চিত্র।
মমতার জন্য মহামায়ার শরণে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব! ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের প্রার্থনায় শনিবার শালবনির মন্দিরে পুজো দিলেন তাঁরা।
জেলা তৃণমূল সূত্রে খবর, শনিবার শালবনির কর্ণগড়ে মহামায়ার মন্দিরে গিয়ে মমতার জয়ের প্রার্থনা করে পুজো দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শালবনির ব্লক নেতা তথা জেলা পরিষদ সদস্য নেপাল সিংহ-সহ একাধিক নেতা। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতার জন্য ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ের প্রার্থনা করেন জেলার নেতৃত্ব। পুজো ছাড়া ওই মন্দিরে হোম-যজ্ঞও করেন তাঁরা।
তৃণমূল সুপ্রিমো মমতার ভবানীপুর-জয় নিয়ে আত্মবিশ্বাসী পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। তবে সেই জয়ের ব্যবধান ১ লক্ষ ভোট হোক, এমনটাই প্রার্থনা তাঁদের। সুজয় বলেন, ‘‘ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় একশো ভাগ নিশ্চিত। ভবানীপুরে ১ লক্ষ ভোটের ব্যবধানে যাতে তিনি জিততে পারেন, সেই প্রার্থনা করতেই আমরা মহামায়ার মন্দিরে পুজো দিতে এসেছি। ৩ তারিখে (অক্টোবর) এই ভোটের ফল বার হবে। ভবানীপুরের প্রতিটি মানুষের আশীর্বাদ নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন মমতা।’’
ভবানীপুরের আসনে মমতার বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বিশেষ লড়াই করতে পারবেন না বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। বিজেপি-কে সুজয়ের কটাক্ষ, ‘‘বিজেপি লড়াই করবে কী? ওরা আগে নিজেদের মধ্যে লড়াইটা ভাল মতো লড়ুক!’’