প্রতীকী ছবি
লকডাউন অমান্য করে দোকান খুলে মদ বিক্রির অভিযোগে বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ অমৃতাংশু প্রধান।
নাচিন্দায় ১১৬বি জাতীয় সড়কের পাশে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে। সোমবার সকাল থেকে ওই দোকান খুলে রাখা হয়। তা জানার পরেই কয়েকশো লোকের ভিড় হয় মদ কেনার জন্য। প্রথমত মদ বিক্রির জন্য দোকান খোলার অনুমতি এখনও দেয়নি আবগারি দফতর। অন্য দিকে, স্থানীয়দের অভিযোগ, গ্রাহকদের মধ্যে কোনও দূরত্ব বাজায় রেখে কেনাকাটার বিষয় ছিল না। অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার একাংশ বাসিন্দা।
বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। তাদের বক্তব্য, পূর্ব মেদিনীপুর জেলায় কিছু কিছু ক্ষেত্রে মদের হোম ডেলিভারি করা যাবে বলে জানিয়েছিল আবগারি দফতর। সে ক্ষেত্রে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের পিছন দিকে দরজা রয়েছে কেবলমাত্র তারাই এই পরিষেবা দিতে পারবে। এ ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ বিজেপির। বিজেপির জেলা সভাপতি (কাঁথি) অনুপ চক্রবর্তী বলেন, ‘‘ওই তৃণমূল নেতা আইনভঙ্গ করে মদের দোকান খুলে মদ বিক্রি করছেন। অথচ চুপ রয়েছে রাজ্য সরকার। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাব।’’
দোকানের মালিক তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমৃতাংশু অবশ্য দাবি করেছেন, তিনি মদের দোকান খুলে আইনভঙ্গ করেননি। তাঁর কথায়, ‘‘আবগারি দফতরের কাছ থেকে হোম ডেলিভারির অনুমতি পেয়ে দোকান খুলে ছিলাম। গ্রাহকদের লম্বা ভিড় দেখার পর দোকান বন্ধ করে দিয়েছি।’’ এ প্রসঙ্গে কাঁথি-৩ এর বিডিও নেহাল আহমেদের প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। আবগারি দফতরের পূর্ব মেদিনীপুর জেলার সুপার জতন মণ্ডলকেও ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। জাবাব দেননি মোবাইল এসএমএসে’রও।