নিজস্ব চিত্র।
চলে গেলেন সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাঁওতালি কবি যদুনাথ বেসরা। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮।
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকায় থাকতেন রেলের কর্মী যদুনাথ। সাঁওতালি ভাষায় তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য ২০০৫ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। ছিলেন সর্বভারতীয় সাঁওতালি লেখক সমিতির সম্পাদকও।
১৯৬৪ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়া গ্রামে জন্মগ্রহণ করেন যদুনাথ। কটকের রাভেনশ কলেজ থেকে বাণিজ্যে স্নাতক পাশ করেন তিনি। অল্প বয়সেই সাহিত্যে জগতে হাতেখড়ি হয় যদুনাথের। পরবর্তী কালে সম্পাদনা করেছেন ফাগুন কোয়েলের মতো জার্নালও। সাঁওতালি ভাষা ছাড়াও ওড়িয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, হো, মুন্ডারি ভাষা জানতেন যদুনাথ। শেষ জীবন পর্যন্ত খড়গপুরে রেলের অ্যাকাউন্টস দফতরের সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়াও বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং উত্তর ওড়িশা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি সিলেবাস কমিটির সদস্য ছিলেন।