বৃদ্ধকে মৃত্যুর মুখ থেকে রক্ষা।
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফস্কে গিয়েছে। শূন্যে অবলম্বন হাতড়াচ্ছেন বৃদ্ধ। প্রাণপণ চেষ্টা করছেন বাঁচার। এমন সময়ে এগিয়ে এল সাহায্যের হাত। ট্রেনের তলায় ঢুকে যাওয়ার আগে বৃদ্ধকে প্লাটফর্মে টেনে তুলে আনলেন এক আরপিএফ জওয়ান। বৃহস্পতিবার এই ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর স্টেশন।
দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত মেদিনীপুর স্টেশনে কর্তব্যরত অবস্থায় ছিলেন আরপিএফ জওয়ান সন্দীপ ধল। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ মেদিনীপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছিল ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল। সেই ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের করঞ্জাই গ্রামের বাসিন্দা বাদল নাগ। বছর বাহাত্তরের বাদলের গন্তব্য ছিল পাঁশকুড়া। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তিনি গেট ধরে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু হাত ফসকে গিয়ে তিনি ছিটকে পড়েন প্ল্যাটফর্মে। ট্রেনের তলার ঢুকে যাচ্ছিলেন বাদল। ঠিক সেই সময়েই সন্দীপ ছুটে যান তাঁকে রক্ষা করতে। শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে বাদলকে ফিরিয়ে আনতে সক্ষম হন সন্দীপ।
ট্রেন ধরতে গিয়ে এমন বিপাকে পড়বেন তা ঘুণাক্ষরেওআঁচ করতে পারেননি বাদল। ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান তিনি। কিছুটা ধাতস্থ হওয়ার পর তাঁকে ট্রেনেই তুলে দেন সন্দীপ। আরপিএফ-এর ওসি ভূপেন্দ্রকুমার যাদব বলেন, ‘‘কনস্টেবল সন্দীপ ধল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এক বৃদ্ধকে রক্ষা করেছেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে গিয়েছিল তাঁর। পরে ওই বৃদ্ধকে ট্রেনে তুলে দেওয়া হয়।’’