Jhargram

প্রকাশ্যে গুলি করে খুনে অভিযুক্ত এনভিএফ কর্মীকে গ্রেফতারে দাবিতে বিক্ষোভ অবরোধ

মঙ্গলবার বাছুরডোবায় তকবির আলি নামে এক যুবককে বিশ্বজিৎ প্রধান নামের এক এনভিএফ কর্মী গুলি করে খুন করেন বলে অভিযোগ। জেলা পুলিশের তরফে ঘটনার কথা স্বীকার করা হলেও অভিযুক্ত এখনও ধরা পড়েননি। অভিযুক্ত মেদিনীপুর পুলিশ লাইনের এনভিএফ কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৪:৫৬
Share:

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অবরোধ। নিজস্ব চিত্র।

ঝাড়গ্রামে এক খুনের ঘটনায় অভিযুক্ত এনভিএফ কর্মী এখনও অধরা। অভিযুক্তকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে ঝাড়গ্রামের রাধানগরে শুরু হয়েছে রাস্তা অবরোধ। মঙ্গলবার বাছুরডোবায় তকবির আলি নামে এক যুবককে বিশ্বজিৎ প্রধান নামের এক এনভিএফ কর্মী গুলি করে খুন করেন বলে অভিযোগ। জেলা পুলিশের তরফে ঘটনার কথা স্বীকার করা হলেও অভিযুক্ত এখনও ধরা পড়েননি। অভিযুক্ত মেদিনীপুর পুলিশ লাইনের এনভিএফ কর্মী।

Advertisement

ঝাড়গ্রামের বাছুরডোবায় এক ক্রিকেট ম্যাচে দর্শক আসনে বসেছিলেন তকবির ও তাঁর বন্ধুবান্ধবরা। সেই সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন বিশ্বজিৎ। পুরনো একটি বিবাদের জেরে শুরু হয় বচসা। তার পরই পকেট থেকে ২টি বন্দুক বের করে গুলি চালান বিশ্বজিৎ। গুলি লাগে তকবিরের মাথায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এর পরই শুরু হয় বিক্ষোভ।

মঙ্গলবার থেকেই রাধানগরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর মোড়ে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তায় অবরোধ করে বিক্ষোভ চলছে। তৈরি হয়েছে ব্যাপক যানজট।

Advertisement

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তের গ্রেফতারির দাবিতেই অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টি। বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তকবিরের ময়নাতদন্ত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement