Narendra Modi

ভগবান নই, আমি মানুষই! মোদীর কথায় উস্কে উঠল প্রাক্‌‌-লোকসভা ভোটের সেই বহু আলোচিত উক্তি

সম্পূর্ণ সাক্ষাৎকারটি অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কেবল ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। সেখানেই মোদীর ‘ভগবান নই’ মন্তব্যটি রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১১:৩০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

‘‘ভগবান নই, আমি মানুষই’’— একটি সাক্ষাৎকারে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ সাক্ষাৎকারটি অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কেবল ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। সেখানেই মোদীর ‘ভগবান নই’ মন্তব্য নজর কেড়েছে। অনেকের মনে পড়ে যাচ্ছে লোকসভা ভোটের আগে মোদীর করা সেই মন্তব্য, যেখানে তিনি বলছেন, “এ বিষয়ে নিশ্চিত যে আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। বিশেষ কোনও কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে।” তাঁর সেই মন্তব্য নিয়ে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধী দলগুলি আক্রমণ শানিয়েছিল তাঁকে।

Advertisement

নতুন এই সাক্ষাৎকারের একাংশে মোদী প্রশ্নকর্তার প্রশ্নের প্রেক্ষিতে বলছেন, “উচ্চাকাঙ্ক্ষা নয়, কিছু করার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা উচিত।” তার পরে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর একটি ভাষণের উল্লেখ করেন মোদী। জানান, সেই ভাষণে তিনি একটি ‘অসংবেদনশীল’ মন্তব্য করে ফেলেছিলেন। এই প্রেক্ষিতেই তিনি বলেন, “ভুল আমারও হয়েছে। আমি মানুষই, ভগবান নই।”

পরমাত্মা-মন্তব্যের পর যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখনও নিজের মন্তব্যে অনড় থেকেছেন মোদী। মে মাসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে ‘পরমাত্মা (ঈশ্বর)’ আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। এক বার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement