বিদ্যুতের বিল নিয়ে হুলস্থুল হিমাচলে! প্রতিনিধিত্বমূলক ছবি।
মাসে ২৫০০ টাকা বিদ্যুতের বিল দেন তিনি। কিন্তু সেই প্রৌঢ়কেই ২০০ কোটি টাকার বিল ধরাল বিদ্যুৎ দফতর। আর সেই বিপুল পরিমাণ বিদ্যুতের বিল পেয়ে জ্ঞান হারানোর অবস্থা হল প্রৌঢ়ের। ঘটনাটি হিমাচল প্রদেশের হামিরপুরের।
স্থানীয় সূত্রে খবর, প্রৌঢ়ের নাম ললিত ধীমান। ছোটখাটো ব্যবসা রয়েছে তাঁর। হামিরপুরের যতন গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী জানিয়েছেন, প্রতি মাসে তিনি দু’হাজার থেকে আড়াই হাজার টাকা বিদ্যুতের বিল দেন। কোনও কোনও মাসে তারও কম। কিন্তু গত ডিসেম্বরে তাঁর কাছে বিদ্যুতের বিল আসে। বিলে টাকার পরিমাণ দেখে প্রথমে বেশ আশ্চর্যই হয়েছিলেন। ভেবেছিলেন তিনি হয়তো ভুল দেখছেন। তাই বিল নিয়ে পড়শিদের দেখান।
পড়শিরা জানান, বিলে টাকার পরিমাণ দেখে তাঁরাও স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ললিতকে তাঁরা জানান, বিলে টাকার পরিমাণ ২০০ কোটির বেশি। আর এই কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয় ললিতের। জানা গিয়েছে, ললিতের বিদ্যুৎ বিলের পরিমাণ ২১০ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকা।
পড়শিদের পরামর্শে বিল নিয়ে বিদ্যুৎ দফতরে ছোটেন ললিত। তাঁদের গোটা বিষয়টি জানান। যদিও বিদ্যুৎ দফতর থেকে তাঁকে আশ্বস্ত করে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তার পর সেই বিলে টাকার পরিমাণ শুধরে ৪ হাজার টাকা করা হয়েছে।