প্রতীকী ছবি।
খন্দপথ সারাবে সরকার। সে পথের রক্ষণাবেক্ষণ ও নজরদারিও করবে। কিন্তু রাস্তা আগলাতে সক্রিয় হতে হবে মানুষকেও। বৃহস্পতিবার দাঁতনে ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করে এ কথাই বললেন জেলাশাসক রশ্মি কমল। তিনি বলেন, ‘‘আপনারা যে রাস্তা উপহার স্বরূপ পাচ্ছেন তাকে গ্রহণ করবেন। কীভাবে রাস্তাকে ভাল রাখা যায় নজর দেবেন। প্রশাসনের তরফে শুধু অভিযান করে হবে না। মানুষকেও রাস্তায় নজর দিতে হবে।’’
খারাপ রাস্তা নিয়ে অভিযোগ চিরকালীন। তবে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বারবার অভিযোগ ওঠে, বালি বহনকারী লরি চলাচলের ফলে খারাপ হয় গ্রামীণ এলাকার রাস্তা। কিছু ক্ষেত্রে আইন মেনে লরিগুলি বালি বহন করলেও অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে তা হয় না। খাদান থেকে অতিরিক্ত বালি নিয়ে গ্রামের রাস্তায় চলাচল করে লরি। বহু ক্ষেত্রে গ্রামবাসীরা বাধা দেন। তারে ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটে মাঝে মাঝে। বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই প্রশাসনের তৎপরতা বাড়ে। তবে দিনকয়েক পরে তা ধামাচাপাও পড়ে যায়। জেলাশাসক সেই বিষয়টির দিকেই নজর দিতে চেয়েছেন। রাস্তার নজরদারিতে দায়িত্ব দিয়েছেন মানুষকেও।
‘পথশ্রী’ প্রকল্পে গ্রামীণ রাস্তা মেরামত হবে। মুখ্যমন্ত্রীর হাত ধরে জলপাইগুড়ির ফুলবাড়িতে ‘পথশ্রী’র উদ্বোধন হয়। পাশাপাশি এ দিন এই প্রকল্পের উদ্বোধন হয়েছে পশ্চিম মেদিনীপুরেও। দাঁতন ২ ব্লকের সাউরি ভোলানাথ বিদ্যামন্দির স্কুলে জেলার মূল অনুষ্ঠান হয়। জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, খড়্গপুর মহকুমা শাসক বৈভব চৌধুরী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি, সাংসদ মানস ভুঁইয়া ও জেলার অন্য আধিকারিকেরা। পুলিশ সুপার দীনেশ জানান, খারাপ রাস্তার ফলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে কোনও ঘটনাস্থলে পৌঁছতে অসুবিধায় পড়তে হয়। তাঁর কথায়, ‘‘রাস্তা ভাল হলে আমাদের কাজের ক্ষেত্রে প্রতিক্রিয়া আরও ভাল হবে।’’
জেলা প্রশাসন জানিয়েছে, জেলা পরিষদের পক্ষ থেকে আগামী এক পক্ষ কাল ধরে এই রাস্তা মেরামতের কাজ চলবে। দাঁতন ২ ব্লকের খণ্ডরুই থেকে মোহনপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘ প্রায় চার বছর ধরে বেহাল। বারবার প্রশাসনে জানিয়েও কাজ হচ্ছিল না। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। সেই ক্ষোভ এদিন মঞ্চে দাঁড়িয়ে প্রশমিত করার চেষ্টা করেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। তিনি বলেন, ‘‘রাস্তাটির ইতিমধ্যেই টেন্ডার হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত কাজ শুরু হবে।’’ ‘পথশ্রী’ প্রকল্পের একটি ট্যাবলো উদ্বোধন করে জেলাশাসক বলেন, ‘‘রাস্তা একটি জরুরি বিষয়। আশা করি, এই প্রকল্পে রাস্তার অনেকটা সমস্যা মিটে যাবে।’’