Dilip Ghosh

দিলীপের আরোগ্য কামনায় পুজো

রবিবার বিকেলে নন্দীগ্রাম  বাজারে জানকীনাথ মন্দিরে দিলীপ ঘোষের আরোগ্য কামনায় যজ্ঞ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নন্দীগ্রাম শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০০:৪৮
Share:

ছবি পিটিআই।

করোনায় আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আরোগ্য কামনায় নন্দীগ্রামে পুজো দিলেন দলের কর্মী-সমর্থকরা। কর্মী-সমর্থকদের এই উদ্দীপনা কার্যত বিজেপির পালে হাওয়া লাগার নামান্তর কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এতদিন নন্দীগ্রামে বিরোধী শিবির মুখ খুলতে পারেনি। কিন্তু গত কয়েক মাসে নন্দীগ্রামে যে ভাবে বার বার শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছে তাতে সেখানে বিজেপির সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। দিলীপ ঘোষের আরোগ্য কামনায় পূজার্চনা তারই সূত্রে বলে মনে করা হচ্ছে।

Advertisement

রবিবার বিকেলে নন্দীগ্রাম বাজারে জানকীনাথ মন্দিরে দিলীপ ঘোষের আরোগ্য কামনায় যজ্ঞ করা হয়। সোমবার সকালে নন্দীগ্রাম পঞ্চায়েতে জানকীনাথ মন্দিরে বিজেপির কর্মী-সমর্থকেরা পুজো গিতে গেলে মন্দির কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূলের বনশ্রী খাঁড়া বাধা দেন বলে অভিযোগ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন, ‘‘প্রথমদিকে তৃণমূল মন্দিরে ঢুকতে বাধা দিয়েছিল। তবে তাতে লাভ হয়নি। বিজেপি কর্মী সমর্থকরা মন্দিরে ঢুকে রাদ্য সভাপতির আরোগ্য কামনায় পুজো দিয়েছেন।’’

তৃণমূলের প্রধানের অবশ্য দাবি, ‘‘মন্দিরের দরজা সব সময় ভক্তদের জন্য খোলা। বিজেপির কর্মী-সমর্থকেরা সংখ্যায় অনেকে আসায় করোনা বিধি মানা হচ্ছিল না বলে ঢুকতে বাধা দিয়েছিলাম। ওদের বেশিরভাগের মাস্ক ছিল না। পরে পুজোর জন্য পাঁচ জনকে ঢোকার অনুমতি দেওয়া হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement