প্রতিনিধিত্বমূলক ছবি।
মেদিনীপুরে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুই মহিলার উপর ‘অ্যাসিড’ হামলার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এমনটই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার রাতে বাড়ি ফেরার পথে দুই মহিলার উপর বাইক আরোহী দুষ্কৃতীরা হামলা চালায়।
ওই যুবককে গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ বছর চল্লিশের ওই মহিলা এবং তাঁর স্বামীর অভিযোগ, তাঁদের এক প্রতিবেশীর সঙ্গে বিবাদ রয়েছে। সেই বিবাদ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।
রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ, মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় ‘অ্যাসিড’ হামলার ঘটনা ঘটে। ওই দুই মহিলা দোকান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইক আরোহী দুই দুষ্কৃতীদের এক জন মহিলাদের শরীরে কিছু ছিটিয়ে দেয়। তা অভিযোগকারিণীর পিঠে লাগে। তাঁর বান্ধবীর শরীরেও তা লাগে। তাঁদের চিৎকার শুনে ছুটে যান কাছাকাছি তৃণমূল পার্টি অফিসের কর্মীরা। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এর পর রাতেই মহিলার স্বামী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানান।