Kurmi

অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার আরও এক কুড়মি নেতা, ধৃত বেড়ে ১০

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হল আরও এক কুড়মি নেতাকে। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১১:২৮
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার আরও। — ফাইল চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হল আরও এক কুড়মি নেতাকে। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে ধনঞ্জয় মাহাতো ওরফে জয় নামে ওই কুড়মি নেতাকে। এর ফলে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০। বুধবার ধৃত ধনঞ্জয়কে হাজির করানো হয়েছিল আদালতে। তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজত (সিআইডি)-এর নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

জয়ের গ্রেফতারের কথা জানিয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।’’ অভিষেকের কনভয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। তাঁর গাড়ি-সহ একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত। সোমবার ধৃত ৯ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। মঙ্গলবার সিআইডির তরফে ধৃত কুড়মি নেতাদের মধ্যে নীতিশ মাহাতো বাদে আট জনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। হামলার নেপথ্যে মাথা কে, কার নির্দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘নবজোয়ার’ কর্মসূচির ‘রোড শো’ শেষ করে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে বিক্ষোভকারী কুড়মিদের বিরুদ্ধে। সেই হামলার মুখে পড়েন বিরবাহাও। ওই ঘটনায় কুড়মিদের ‘ক্লিনচিট’ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। তার পরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ধৃত রাজেশ এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি তুলেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement