West Bengal Panchayat Election 2023

গণনা চলাকালীন বিস্ফোরণ ময়নায়, হাত উড়ল বৃদ্ধের, সারা গায়ে প্রচুর আঘাত নিয়ে ভর্তি হাসপাতালে

আহত বৃদ্ধের বাঁ হাতের কব্জি সম্পূর্ণ উড়ে গিয়েছে। সারা গায়ে আঘাতের চিহ্ন তাঁর। কপাল এবং মাথাতেও চোট পেয়েছেন। ৬৪ বছরের ওই বৃদ্ধকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ময়না শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৬:৪১
Share:

হাসসপাতালে চিকিৎসাধীন আহত বৃদ্ধ। —নিজস্ব চিত্র।

ভোটের আগে থেকেই লাঠালাঠি লেগে ছিল তৃণমূল এবং বিজেপির। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বার বার বিস্ফোরণ হয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকায়। মঙ্গলবার গণনার দিনও বোমা বিস্ফোরণ ঘটল সেখানে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আহত কোনও রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী কি না, তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় সূত্রে খবর, আহতের নাম গুরুপদ ভুঁইয়া।

Advertisement

ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরদান গ্রাম আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। শব্দের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, একটি বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গ্রামের বাসিন্দা গুরুপদ। ৬৪ বছরের ওই বৃদ্ধের পরিবারের সূত্রে খবর, দুপুরে বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, আগে থেকেই বাঁশবাগানে বোমা রাখা ছিল। বাঁশ কাটার সময় কোনও ভাবে ওই বোমা ফেটে যায়।

গুরুপদের বাম হাতের কব্জি সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে। পরিবার লোকজন জানিয়েছেন, তাঁর সারা শরীরে বোমার আঘাতের চিহ্ন রয়েছে। কপাল এবং মাথাতে চোট পেয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় গুরুপদকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। গ্রামের মধ্যে বোমা বিস্ফোরণের জেরে এলাকার মানুষ স্বাভাবিক ভাবে আতঙ্কিত।

Advertisement

বস্তুত, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকেই ময়নার বাকচা এলাকা উত্তপ্ত। ময়না বিধানসভা বিজেপির দখলে। তৃণমূলের অভিযোগ, ভোটের পর থেকেই তাদের লোকজনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। অন্য দিকে, বিজেপির অভিযোগ, এলাকার দখল নিতে বার বার ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকাচ্ছে শাসকদল। পঞ্চায়েত ভোটের সময় বাকচা-সহ ময়নার নানা জায়গায় অশান্তির খবর মিলেছে। গণনার দিনও তার কোনও ব্যতিক্রম হল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement