আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চক্ষু বিভাগে চিকিৎসাধীন গায়ত্রী বসু রায়। —নিজস্ব চিত্র।
অক্সিজেন সিলিন্ডার ফেটে গুরুতর জখম হলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক আয়া। তাঁর বাঁ চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও চিকিৎসকদের আশ্বাস, ওই মহিলা সুস্থ হয়ে উঠবেন। মঙ্গলবার হাসপাতালে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার মেদিনীপুরের ওই হাসপাতালে মহিলাদের মেডিসিন ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন ছিল। তার জন্য একটি অক্সিজেন সিলিন্ডারের ভাল্ব খুলছিলেন এক আয়া। সে সময় পাশ দিয়ে যাচ্ছিলেন ডিউটিতে থাকা গায়ত্রী বসু রায় নামে এক বেসরকারি আয়া। আচমকাই ওই সিলিন্ডারটি ফেটে যায়। তার ভাল্ব ছিটকে এসেছে লাগে গায়ত্রীর বাঁ চোখে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় ওই হাসপাতালেরই চক্ষু বিভাগে। চিকিৎসকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর চোখে অস্ত্রোপচার করা হবে। ওই আয়ার আত্মীয় প্রতিমা বসু রায় বলেন, ‘‘এক জন রোগীকে অক্সিজেন দিতে হত। সে জন্য সিলিন্ডার খোলা হচ্ছিল। ডিউটিতে থাকা গায়ত্রী সে সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। সিন্ডিন্ডার ফেটে গিয়ে ভাল্বটি তাঁর চোখে এসে লাগে। চিকিৎসকের পরামর্শে গায়ত্রীর সিটি স্ক্যান করানো হয়েছে। আগামিকাল ওঁকে ওটি-তে নিয়ে যাওয়া হবে।’’
গোটা ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে সুপার ইন্দ্রনীল সেন বলেন, ‘‘এই দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখা হবে।’’ তাঁর আরও আশ্বাস, ‘‘এই আয়া প্রশিক্ষিত ছিলেন কি না, সে বিষয়টিও হাসপাতালের তরফে খতিয়ে দেখা হবে।’’