Corona Virus widespreaded
করোনা নিয়ে সতর্কতা জারি হয়েছে দেশজুড়ে। এ বার করোনার সংস্পর্শে আসা মানুষকে পৃথকভাবে রাখতে ৫০ শয্যার রোগ-অন্তরণ (কোয়ারেনটাইন) কেন্দ্র তৈরি করছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।
দিন কয়েক আগেই জেলা স্বাস্থ্য দফতরের বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে থাকা পুরনো হাসপাতাল ভবনে ওই কেন্দ্র তৈরি হবে। যাঁরা করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে এমন কারও সংস্পর্শে এসেছেন, তাঁদের সেখানে এনে ১৪ দিন পর্যন্ত নজরদারি চালানো হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি জেলাতেই কোয়ারেনটাইন কেন্দ্র তৈরি হচ্ছে।” স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই কেন্দ্রে করোনাভাইরাস সংক্রন্ত চিকিৎসার ব্যবস্থা থাকছে না। নজরদারিতে থাকা কারও মধ্যে করোনার উপসর্গ দেখা গেলে তাঁকে কলকাতায় আইডি হাসপাতালে পাঠানো হবে।
খড়্গপুরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস পাল বলেন, ‘‘যাঁরা কোনওভাবে করোনা সংক্রমণের সংস্পর্শে এসেছেন তাঁদের রেখে নজরদারি চালানো হবে। এর মধ্যে কারও শরীরে করোনার কোনও উপসর্গ দেখা দিলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। তবে অহেতুক আতঙ্কের কারণ নেই।’’