মাওবাদী নামাঙ্কিত পোস্টার। নিজস্ব চিত্র।
বালি মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে পিএলজিএ এবং সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল লালগড় এলাকায়। ঝাড়গ্রামের লালগড় থানা থেকে প্রায় সাত কিমি দূরে এই পোস্টারগুলি উদ্ধার করা হয়। স্থানীয়রা এই পোস্টারগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এই পিএলজিএ এবং সিপিআই মাওবাদীদের নাম দিয়ে লাল কালিতে লেখা পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পোস্টারগুলিতে লেখা ছিল, ‘পুলিশের দালাল তৃণমূল নেতারা হুঁশিয়ার’, ‘জল জঙ্গল জমির অধিকার রক্ষায় আদিবাসী মূলবাসী জনগণ এক হোন’, ‘ফ্যাসিবাদী মমতা সরকারকে জনযুদ্ধের লাল আগুনে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। পাশাপাশি পিএলজিএ নামাঙ্কিত পোস্টারে লেখা, ‘সৌরভ রায়-সহ সব বালি মাফিয়ার গণ আদালতে বিচার হবে’, ‘জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী মানুষের অধিকার রক্ষায় যুব সমাজ চলমান জনযুদ্ধে সামিল হোন।’
এই প্রসঙ্গে পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। ব্যক্তিগত কোনও শত্রুতা থেকে ওই পোস্টার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’