ফাইল চিত্র।
আমপানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল পাঁশকুড়ার রঘুনাথবাড়ি পঞ্চায়েতে। অভিযোগের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের তালিকা বাতিল করে পঞ্চায়েতের ‘ফোর মেন কমিটি’কে নতুন তালিকা বানিয়ে জমা দিতে নির্দেশ দিয়েছে পাঁশকুড়া ব্লক প্রশাসন। পাশাপাশি, গোটা ব্লকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে স্বচ্ছতা আনতে আরও ১৩টি পঞ্চায়েতের ‘ফোর মেন কমিটি’কে তলব করছেন পাঁশকুড়ার বিডিও ধেনধুপ ভুটিয়া।
আমপানে যাঁদের বাড়ির ক্ষতি হয়েছে তাঁদের এককালীন ২০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে স্বজনপোষণ করছেন রঘুনাথবাড়ি পঞ্চায়েতের প্রধান—সম্প্রতি বিডিওর কাছে ওই পঞ্চায়েতেরই বিরোধী দলনেত্রী প্রতিমা দাস এই অভিযোগ করেন। অভিযোগ সামনে আসায় মঙ্গলবার ওই পঞ্চায়েতের ‘ফোর মেন কমিটি’র সদস্যদের পাঁশকুড়া ব্লক অফিসে জরুরি তলব করেন বিডিও। সেখানে কমিটি’র সদস্য ছাড়াও ছিলেন পাশকুড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক। বৈঠকে বিডিও জানান, রঘুনাথবাড়ি পঞ্চায়েত প্রধান অজিতকুমার সামন্তের জমা দেওয়া ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা বাতিল হচ্ছে। ওই পঞ্চায়েত এলাকায় যতজন ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছিলেন তার থেকে ‘ফোর মেন কমিটি’র সদস্যরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে ফের তালিকা জমা দেবেন। তালিকায় অবশ্যই ‘ফোর মেন কমিটি’র সদস্যদের সই থাকতে হবে।
উল্লেখ্য, রঘুনাথবাড়ি পঞ্চায়েতের প্রধান ব্লক অফিসে যে তালিকা জমা দিয়েছিলেন, তাতে প্রধান ছাড়া বাকিদের সই ছিল না বলে অভিযোগ। বিডিওর এদিনের নির্দেশের পরিপ্রেক্ষিতে অজিত বলেন, ‘‘আমার পঞ্চায়েত এলাকায় ক্ষতিপূরণের জন্য প্রায় ৮০০টি আবেদনপত্র জমা পড়েছিল। কমিটির সমস্ত সদস্য আবেদনকারীদের বাড়ি গিয়ে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে নতুন তালিকা করবেন। চূড়ান্ত তালিকায় ফোর মেন কমিটির সদস্যদের সই করার নির্দেশ আগে ছিল না। এখন নির্দেশ আসায় তা মানা হবে।’’ ব্লক অফিস সূত্রের খবর, বুধবার চৈতন্যপুর-১ ও ২, ঘোষপুর, গোবিন্দনগর, হাউর, কেশাপাট ও খণ্ডখোলা এবং বৃহস্পতিবার মাইশোরা, প্রতাপপুর-১ ও ২, পুরুষোত্তমপুর, পাঁশকুড়া-১, রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের ‘ফোর মেন কমিটি’কে নিয়ে বৈঠকে বসবেন বিডিও ধেনধুপ ভুটিয়া। তিনি বলেন, ‘‘রঘুনাথবাড়ি পঞ্চায়েতে ক্ষতিগ্রস্তদের তালিকা বাতিল করে ফোর মেন কমিটির সদস্যদের তদন্ত করে চূড়ান্ত তালিকা তৈরি করতে বলা হয়েছে। বাকি গ্রাম পঞ্চায়েতগুলির ফোর মেন কমিটিগুলিকেও ডেকে পাঠানো হয়েছে।’’