Kalyan Singh

TMC: শুভেন্দু-গড়ে দল ছেড়ে যাওয়াদের ফেরাতে নারাজ তৃণমূল, সৌমেন বলছেন, সিদ্ধান্ত নেবে জেলা কমিটি

ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপি-তে গিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর তাঁদের ‘মোহভঙ্গ’ হয়েছে বলে তৃণমূলের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ২২:২৪
Share:

নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারীর খাসতালুকেই ভোটের আগে তৃণমূল ছেড়ে যাওয়াদের অনেকেই দলে ফিরতে চাইছেন। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। দলের অন্দরেই দাবি উঠেছে, দলে ফেরানোর বিষয়ে আরও কঠোর হোন নেতৃত্ব।

Advertisement

ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপি-তে গিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর তাঁদের ‘মোহভঙ্গ’ হয়েছে বলে তৃণমূলের দাবি। দল ছেড়েছিলেন যাঁরা, তাঁদের দলে ফিরিয়ে নিতে চায় না তৃণমূলের একাংশ। অন্য এক অংশের মত, আবেদন বিচার করে তবেই ফিরিয়ে নেওয়া যায় দলে। শনিবার তমলুকের নিমতৌড়িতে নব গঠিত জেলা কমিটির প্রথম বর্ধিত সভায় যোগ দিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের ৫ দলীয় বিধায়ক-সহ দলের নেতৃত্বরা। সেখানেই দলবদলুদের নিয়ে মতানৈক্য তৈরি হয় শাসক শিবিরে। বৈঠকে তৃণমূলের অন্দরেই দাবি উঠেছে, যাঁরা ভোটের আগে দল ছেড়েছেন, তাঁদের যেন কাউকে দলে ফেরানো না হয়।

তবে বৈঠক সেরে বেরিয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘‘দল বদলে যাঁরা চলে গিয়েছিলেন, তাঁদের কেউ ফিরতে চাইলে সেই আবেদন খতিয়ে দেখবে জেলা কমিটি। সব দিক খতিয়ে দেখেই এমন আবেদনের বিষয়ে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।’’

Advertisement

তবে দলে না-ফেরানোর যে দাবি উঠেছে সে প্রসঙ্গে সৌমেন বলছেন, ‘‘কেউ ভুল করতেই পারে। তবে ভুল শুধরে পুনরায় পুরনো দলে কেউ ফিরতে চাইলে সে বিষয়ে জেলা কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement