১০ মাসের শিশুকে নির্মম অত্যাচার। নিজস্ব চিত্র
বাবা-মায়ের অনুপস্থিতিতে ১০ মাসের শিশুর উপর ভয়াবহ অত্যাচার পরিচারিকার। সেই দৃশ্য ধরা পড়েছে সিসি টিভির ফুটেজে। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচগ্রামে। পুলিশ ওই পরিচারিকাকে গ্রেফতার করেছে।
পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা দেবাশিস দাস এবং তাঁর স্ত্রী নবমিতা ভট্টাচার্য। পেশায় চিকিৎসক দেবাশিস। তিনি বাঁকুড়া জেলায় কর্মরত। তাঁর স্ত্রী নবমিতাও সরকারি চাকুরে। তাঁরা তাঁদের ১০ মাসের মেয়েকে পরিচারিকার কাছে রেখে কাজে যেতেন। তবে বাড়িতে সন্তানকে পরিচারিকা কেমন যত্নে রাখে, তা জানতে সিসি ক্যামেরা লাগান ওই দম্পতি। সিসি ক্যামেরায় নজরদারির খবর অবশ্য কল্পনাতেও আনতে পারেনি পরিচারিকা কল্পনা সেন। তাতেই ধরা পড়ে কল্পনার ওই নির্মম অত্যাচারের দৃশ্য।
সম্প্রতি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই দম্পতির। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ১০ মাসের শিশুটিকে কোনও অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালাচ্ছে ওই পরিচারিকা। তাকে মাথার উপর তুলে ঘুরিয়ে বিছানার উপর সজোরে আছাড় মারতেও দেখা গিয়েছে কল্পনাকে। এমন অত্যাচারের দৃশ্য দেখে তখনই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভিডিও ফুটেজ দেখে পুলিশ প্রথমে কল্পনাকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। কেন কল্পনা ১০ মাসের শিশুর উপর ওই ভাবে নির্মম অত্যাচার চালাত, তার তদন্ত শুরু করেছে পুলিশ।