Suvendu Adhikari

কাঁথিতে ‘ঘৃণা-ভাষণের’ মামলা শুভেন্দুর বিরুদ্ধে, পরোয়া করি না, বললেন বিরোধী দলনেতা

সোহেলের অভিযোগ, গত ২০ অক্টোবর আসানসোলের নুনিমোড় এবং ২৪ অক্টোবর নন্দকুমারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৯:০০
Share:

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

ঘৃণা-ভাষণ দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আবু সোহেল নামে এক আইনজীবী। তাঁর অভিযোগ, সম্প্রতি বেশ কয়েক বার প্রকাশ্য সভায় ঘৃণা-ভাষণ দিয়েছেন বিজেপি নেতা। যার জেরে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘৃণা-ভাষণের অভিযোগ অস্বীকার করেছেন শুভেন্দু। বিজেপিরও দাবি, বিরোধী দলনেতা ও তাঁর পরিবারকে বিব্রত করতেই এই ধরনের মামলা করা হচ্ছে।

Advertisement

সোহেলের অভিযোগ, গত ২০ অক্টোবর আসানসোলের নুনিমোড় এবং ২৪ অক্টোবর নন্দকুমারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু। যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তিনি বলেন, ‘‘কথা বলার অধিকারের সীমা লঙ্ঘন করে লাগাতার ঘৃণা ছড়াচ্ছেন শুভেন্দু। এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই অপরাধের জন্য তাঁর শাস্তির দাবি জানাচ্ছি। এ ভাবে ঘৃণা-ভাষণ দিলে গ্রেফতার করারও নির্দেশ রয়েছে সর্বোচ্চ আদালতের। আশা করি, আইন নিজের পথে চলবে।’’

সূত্রের খবর, ঘৃণা-ভাষণের অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছ। যদিও শুভেন্দু বলেন, ‘‘আমি বিবেকানন্দের আদর্শ নিয়ে চলি। আমি ওই ভাষণের অডিয়ো বারেবারে শুনেছি, আপনারাও শুনুন। আমি কোনও সম্প্রদায়ের নাম নিইনি বা কাউকে খাটো করতেও যাইনি। যত পারে মামলা করুক। আমার কিছু আসে যায় না।’’ শুভেন্দুর পাশে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেন, “শুভেন্দু ও তাঁর পরিবারকে বারেবারে বিব্রত করার চেষ্টা হচ্ছে। উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন বলেই এত মামলা! এ ভাবে শুভেন্দুকে দমানোর চেষ্টা হচ্ছে। সব অভিযোগই ভিত্তিহীন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement