Accident in Purba Medinipur

নন্দকুমারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা গাড়ির! মৃত হলদিয়া থানার এএসআই, তাঁর পড়ুয়া আত্মীয়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থানার এএসআই রবীন্দ্রনাথের বাড়ি তমলুক থানার পায়রাচালি এলাকায়। রবিবার নরঘাটে তাঁর শ্বশুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১২:৪২
Share:
দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি।

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। — নিজস্ব চিত্র।

দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারালেন হলদিয়া থানার এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর) রবীন্দ্রনাথ বারি। তাঁর বয়স ৪৪ বছর। রবিবার গভীর রাতে হয়েছে এই দুর্ঘটনা। তাতে প্রাণ হারিয়েছেন রবীন্দ্রনাথের এক আত্মীয়। সোমনাথ প্রামাণিক নামে ওই যুবক মেদিনীপুর মেডিক্যাল কলেজের হোমিয়োপ্যাথির তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বয়স ২২ বছর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর থানার মগরাজপুর রেল ওভারব্রিজ থেকে নামছিল এএসআই রবীন্দ্রনাথের গাড়ি। সে সময় দিঘাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেই গাড়ির। তাতেই বিপত্তি। দু’জনের দেহ ময়নাতদন্তের পরে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে চণ্ডীপুর থানার পুলিশ।

হলদিয়া থানার এএসআই রবীন্দ্রনাথের বাড়ি তমলুক থানার পায়রাচালি এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার নরঘাটে তাঁর শ্বশুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে রাতে খাওয়াদাওয়ার পরে এক আত্মীয়াকে নিজের গাড়িতে চাপিয়ে ইটাবেড়িয়ায় নামিয়ে দেন। সেখান থেকে ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিলেন আর এক আত্মীয় সোমনাথ। গাড়িতে চেপে রবীন্দ্রনাথ যখন চণ্ডীপুর থেকে নরঘাটের দিকে ফিরছিলেন, সে সময় মগরাজপুর রেল ওভারব্রিজ থেকে নামার সময়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

এই দুর্ঘটনার জেরে রবীন্দ্রনাথ এবং তাঁর আত্মীয় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভিতরে আটকে পড়েন। স্থানীয়েরা দীর্ঘ চেষ্টার পরেও তাঁদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে দু’জনকে উদ্ধার করে প্রথমে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সোমনাথকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার সকালে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় দিঘাগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে চণ্ডীপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরেই স্বাভাবিক হয় যান চলাচল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement