(বাঁ দিকে) মইন আলি এবং অজিঙ্ক রাহানে (ডান দিকে)। ছবি: বিসিসিআই।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য দলের বোলারদের কৃতিত্ব দিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে। ম্যাচের পর তিনি বলেছেন, দলের বোলারেরাই পরিস্থিতি সহজ করে দিয়েছিল। দলকে তাই ব্যাটিংয়ের পক্ষে কঠিন ২২ গজেও চাপে পড়তে হয়নি।
প্রথম ম্যাচ হারায় কিছুটা চাপে ছিল গত বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। অ্যাওয়ে ম্যাচে কঠিন পিচে প্রথম জয় পেয়ে খুশি কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পর অধিনায়ক রাহানের মুখেও ছিল তৃপ্তির ছাপ। তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের। রাহানে বলেছেন, ‘‘পাওয়ার প্লের প্রথম ছ’ওভার আমরা বেশ ভাল বল করেছি। গোটা দুয়েক উইকেটও নিতে পেরেছি আমরা। তার পর গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোয় আমাদের দুই স্পিনার বেশ ভাল বল করল। সুনীল নারাইন খেলতে পারেনি। মইন আলি সুযোগ দারুণ ভাবে কাজে লাগাল। বরুণ চক্রবর্তীও প্রত্যাশামতো বল করেছে।’’
রাহানে জানিয়েছেন প্রথম ম্যাচে হারলেও রাজস্থানের বিরুদ্ধে তাঁরা সাহসী ক্রিকেট খেলার পরিকল্পনাই করেছিলেন। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন। তবে আসল কৃতিত্ব আমাদের বোলারদেরই। সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করেছে আমাদের বোলারেরা। মার খাওয়ার ভয়ে রক্ষণাত্মক বল করেনি। পরিকল্পনা অনুযায়ী উইকেট তুলে নিয়েছে মইন। ওকে আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম। ব্যাট হাতে হয়তো তেমন কিছু করতে পারেনি। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করল।’’
কলকাতার পরের ম্যাচ ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। হার্দিক পাণ্ড্যর দলের বিরুদ্ধে রাহানেদের খেলতে হবে ওয়াংখেড়ের ২২ গজে।