Murshidabad Blast

মাঠে পড়ে থাকা ব্যাগে বোমা! বিস্ফোরণে জখম মুর্শিদাবাদের কিশোর

বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বাগমারা-গরেরডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২৩:১৬
Share:
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

মাঠে খেলতে খেলতে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিল কিশোর। ব্যাগটি বাড়িতে নিয়ে আসার পর পরিবারের লোকেরা দেখতে পান, ব্যাগে বোমা রয়েছে। ব্যাগটি আবার মাঠে রেখে আসতে গিয়েই হয় বিস্ফোরণ! ঘটনায় জখম হয় ওই কিশোর। সঙ্গে তার ঠাকুমাও ছিল। তিনিও জখম হয়েছেন।

Advertisement

বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বাগমারা-গরেরডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে জখম আহতরা সাকিবুর রহমান (১১) এবং তার ঠাকুমা আনোয়ারা বিবিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, সাকিবুরের শরীরের নীচের অংশ এবং পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার ঠাকুমা আনোয়ারা বিবির গলায় বোমার স্প্লিন্টারের কিছু আঘাত রয়েছে।

আহত ওই কিশোরের মা বলেন, ‘‘মঙ্গলবার বাড়ির পাশে খেলা করার সময় সাকিবুর মাঠের মধ্যে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিল। এর পর কৌতূহলবশত সে বাড়িতে ব্যাগটি নিয়ে চলে আসে। বাড়িতে ব্যাগটি নিয়ে আসার পর তার মধ্যে বোমা দেখতে পাওয়ায় আজ সকালে সেটি ফের একবার মাঠে রেখে আসতে যাচ্ছিল সাকিবুর। বোমাভর্তি ব্যাগ নিয়ে যাওয়ার সময় একটি খুঁটিতে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে যায়। ঘটনায় সাকিবুর এবং আনোয়ারা জখম হয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement