—ফাইল চিত্র
পরিবেশ আদালতের নির্দেশে কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে হলদিয়া পুরসভাকে। শনিবার এই আশঙ্কা প্রকাশ করলেন খোদ পুরপ্রধান।
এ দিন হলদিয়ায় মেলায় এলইডি বাল্ব বিলির অনুষ্ঠানে গিয়েছিলেন পুরপ্রধান শ্যামলকুমার আদক। সেখানে তিনি এলইডি বাল্ব কতটা পরিবেশবান্ধব সে নিয়ে বক্তৃতা করেন। জানান, পুরভার প্রতিটি ওয়ার্ডের দরিদ্র বাসিন্দাদের বিনামূল্যে এই বাল্ব বিতরণ করা হবে। ওই সময়েই শ্যামল হঠাৎ বলেন, ‘‘আবজর্নার সরানোর বিষয়ে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ না মানলে পুরসভাকে মাসে প্রায় এক কোটি ৮০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।’’
কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফ থেকে পরিবেশ এবং আবহাওয়ার পরিবর্তনের বিষয়টিতে লাগাম টানতে চালু করা হয়েছে কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ নিয়ম বিধি। জাতীয় পরিবেশ আদালতর নির্দেশ অনুসারে, প্লাস্টিক, বায়োমেডিক্যাল-সহ কঠিন বর্জ্য যদি পুরসভাগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে, তাহলে তাদের পড়তে হবে আর্থিক জরিমানার মুখে। এ ব্যাপারে গত ৩ ফেব্রুয়ারি হলদিয়া পুরসভায় সুডা’র ডিরেক্টরের তরফে একটি ই-মেল আসে। তাতে বলা হয়, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে এস ডাব্লু এম ২০১৬ আইন আগামী ৩১ মার্চের মধ্যে কার্যকর না করলে ১ এপ্রিল থেকে জরিমানা দিতে হবে।
হলদিয়া পুরসভা সূত্রের খবর, পুর এলাকায় ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ ব্যবস্থা নেই। তাই ওই ব্যাপারে জরিমানা দেওয়ার আশঙ্কা করছেন পুরপ্রধান শ্যামল। এ ব্যাপারে শ্যামল বলেন, ‘‘এই নির্দেশিকা আমাদের উপরে কার্যত চাপিয়ে দেওয়া হয়েছে। সোয়াজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।’’ এ ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাস দুয়েক আগেই হলদিয়া পুরসভার তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন।’’