দেবব্রত দাস। —নিজস্ব চিত্র।
প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস (৫৫)। বুধবার বিকেলে তমলুক জেলা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গলায় ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। বুধবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি দেবব্রতকে তমলুক জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়েছে।
দেবব্রত দিঘার পদিমা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী এবং এক ছেলে রয়েছেন। দীর্ঘ ১৫ বছর রামনগর এক নম্বর ব্লকের সভাপতি ছিলেন দেবব্রত। তাঁর আমলে সেরা ব্লকের শিরোপার মুকুট ওঠে রামনগর এক নম্বর ব্লকের মাথায়। এর পর দেবব্রতকে আনা হয় জেলা পরিষদে। প্রথমে তিনি ছিলেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এর পর তিনি জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেন।
এর মধ্যে গলায় ক্যানসার ধরা পড়ে দেবব্রতর। চিকিৎসার জন্য ভিন্রাজ্যেও যান তিনি। শেষ পর্যন্ত তাঁকে হার মানতে হল। দেবব্রতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে এলাকায়।