Nandigram

নন্দীগ্রামে ‘গণহত্যা’র চেষ্টা, দাবি দিলীপের

বিজেপি নয়, তৃণমূলই রাজ্যে ৩৫৬ ধারা জারির চেষ্টা করছে বলেও এ দিন দাবি করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০২:১৭
Share:

মেদিনীপুরে অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উদ্বোধনে সাংসদ।

তৃণমূল সরকার মৃত্যুর দিকে এগোচ্ছে। তাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। হিংসা করছে। মেদিনীপুরে এসে এক প্রশ্নের উত্তরে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Advertisement

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এক অরাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে একদল বিজেপি কর্মী-সমর্থকদের উপরে তৃণমূলের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গলবার নন্দীগ্রামে তৃণমূল ‘গণহত্যা’র চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ। একই সঙ্গে তাঁর দাবি, ‘‘নন্দীগ্রামে কেউ কেউ মনে করছে, ওটা ওদের (তৃণমূলের) জমিদারি। ওখানে যাঁর (শুভেন্দু) লড়াইয়ের ফলে পরিবর্তন হয়েছিল বাংলায়, তিনিই আজকে আমাদের দিকে চলে এসেছেন। নন্দীগ্রাম দেখিয়ে যারা ভোট নিয়েছিল কিন্তু কিছু করেনি, তারা আজকে নিজেকে হতাশ মনে করছে।’’

বিজেপি নয়, তৃণমূলই রাজ্যে ৩৫৬ ধারা জারির চেষ্টা করছে বলেও এ দিন দাবি করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ। রাজ্যপাল সংবিধান মানছেন না বলে বুধবারও দাবি করেছে তৃণমূল। সেই অভিযোগ উড়িয়ে মেদিনীপুরে তিনি বলেন, ‘‘রাজ্যপাল ঠিকই কাজ করছেন। খালি চেঁচিয়ে লাভ নেই। যদি সংবিধান না- মেনে কিছু করে থাকেন, তার জন্য অভিযোগ জানানোর যে জায়গা রয়েছে সেখানে অভিযোগ করুন।’’

Advertisement

এ দিন মেদিনীপুরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন দিলীপ। ছিলেন দলের জেলা সভাপতি শমিত দাশ, জেলা নেতা সোমনাথ সিংহ প্রমুখ। মেদিনীপুরে এই প্রথম বাজপেয়ীর মূর্তি বসল। মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, ‘‘এই এলাকায় অটলজির মূর্তি বসল। আমি নিশ্চিত, এর জন্য স্থানীয়েরা নিজেদের গর্বিত মনে করবেন।’’ মেদিনীপুর থেকে দিলীপ যান শালবনির বাঁকিবাঁধে। সেখানে স্থানীয় বুথ সভাপতি অসিত মাহাতোর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি।

শালবনি থেকে তিনি যান গড়বেতায়। সেখানে তিনি হিন্দু জাগরণ মঞ্চের সভায় যোগ দিয়ে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন। বিজেপি সাংসদের অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গে বাংলাদেশের দিকে যে ২,২১৯ কিলোমিটার সীমানা আছে তা সুরক্ষিত নয়। এখনও এক হাজার কিলোমিটার সীমা কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। কেন? হলে ওখান দিয়ে বাংলাদেশের মুসলিম অনুপ্রেবেশরা, রোহিঙ্গারা আসতে পারবে না। দিদিমণির ভোট বাড়বে না। এটা ৩৪ বছরে সিপিএমও করেছে।’’ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও তিনি ফের নিশানা করেন এ দিন। বোলপুরে মমতার কর্মসূচি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। বলেন, ‘‘যাঁরা আমাদের ডেকে খাওয়ায় তাঁদেরকে ওরা (তৃণমূল) জোর করে তুলে নিয়ে এসে পার্টিতে যোগ দেওয়ায়। গান গাওয়ায়।’’ বোলপুরে দোকানপাট বন্ধ করে র‌্যালি করে মানুষের উপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সব শুনে দিলীপকে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ‘‘দিলীপ ঘোষ এখন পাগলের প্রলাপ বকছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারী সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে।’’ তিনি জুড়ছেন, ‘‘মেরুকরণের রাজনীতি বিজেপিই করে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।’’ নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement