river dolphin

দাসপুরে রূপনারায়ণ থেকে উদ্ধার মৃত শুশুক

শনিবার সকালে ১৪ নম্বর দুধকামরা অঞ্চলের বাগচি গ্রামে মৃত শুশুকটিকে উদ্ধারের সময় স্থানীয় বাসিন্দারা ভিড় জমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৬:৪৩
Share:

দাসপুরের দুধকামরায় উদ্ধার মৃত ডলফিন। নিজস্ব চিত্র।

রূপনারায়ণ নদের উপর ভেসে যাওয়া একটি মৃত শুশুক উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার কুলটিকরি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে ১৪ নম্বর দুধকামরা অঞ্চলের বাগচি গ্রামে রূপনারায়ণ নদে ভেসে যাওয়া মৃত শুশুকটিকে উদ্ধারের সময় স্থানীয় বাসিন্দারা ভিড় জমান।

Advertisement

শনিবার সকালে ওই এলাকার কয়েকজন রুপনারায়ণ নদীর তীরে বাগদি ঘাটে প্রায় সাড়ে ছ’ফুটের ডলফিন প্রজাতির প্রাণীটিকে দেখতে পান। কী ভাবে এলো ওই প্রাণীটি তা জানা যায়নি। তবে নদীর জলে ভাসার সময় সেটিকে স্থানীয় কয়েকজন দেখতে পান।

ঘাটের কাছে প্রাণীটিকে ভাসতে দেখে স্থানীয়েরা এগিয়ে গিয়ে দেখতে পান, মারা গিয়েছে প্রাণীটি। পরে সেটিকে উদ্ধার করে ডাঙায় তোলেন স্থানীয়েরা। স্থানীয় তৃণমূল নেতা তাপস খাটুয়া জানান, পুলিশ এবং ব্লক প্রশাসনের কাছে মৃত শুশুক উদ্ধারের খবর দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement