প্রতীকী চিত্র।
প্রসূতি-সহ ১২ বছরের কম বয়সী শিশুর মায়েদের করোনার প্রথম ডোজ়ের টিকাকরণে জোর দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। সে জন্য জেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিবির করে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। শনিবার থেকে পূর্ব মেদিনীপুরের পুরসভা এলাকাগুলিতে ওই টিকাকরণ শিবির শুরু হয়েছে।
এ দিন তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা, পাঁশকুড়া পুরসভা এলাকায় ওই কর্মসূচি হয়েছে। পঞ্চায়েত এলাকাগুলিতেও শীঘ্রই শিবির করা হবে। এছাড়া, শহরের বস্তি এলাকার বাসিন্দাদের টিকাকরণেও জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানাচ্ছেন, জেলায় এখনও পর্যন্ত সাড়ে ৯ লক্ষ ডোজ় টিকা দেওয়া হয়েছে। আগের চেয়ে টিকার জোগান বৃদ্ধি পাওয়ায় ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের এবং সুপার স্প্রেডারদের প্রথম ডোজ়ের টিকা দেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের তালিকা স্বাস্থ্য দফতরের কাছে রয়েছে। তবে ১২ বছরের কম বয়সি শিশুর সব মায়েদের তালিকা তৈরি করা হচ্ছে। এ জন্য স্বাস্থ্যকর্মীরা সমীক্ষা করছেন। ওই তালিকা ধরে পুর এলাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ শিবির হচ্ছে। পঞ্চায়েত এলাকায় ব্লক স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শিবির করা হবে। বিভাস রায় বলেন, ‘‘১২ বছরের কম বয়সী শিশুর মায়েদের তথ্য জোগাড় করা হচ্ছে। তাঁদের জন্য শনিবার থেকে পুর এলাকায় শিবির হয়। গ্রামীণ এলাকায় শীঘ্র শিবিরের প্রস্তুতি নেওয়া হয়েছে।