MLA

হলদিয়ায় বিধায়কের বাড়িতে গভীর রাতে বোমাবাজি, উদ্ধার ২টি তাজা বোমা

দুর্গাচক থানার পুলিশ এসে তাজা বোমা ২টিকে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করেছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১২:৩৮
Share:

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।

হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে বোমা পড়ল বৃহস্পতিবার গভীর রাতে। অভিযোগ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার সকালে তাঁর বাড়ির উঠোন থেকে ২টি তাজা বোমাও উদ্ধার হয়েছে। দুর্গাচক থানার পুলিশ এসে তাজা বোমা ২টিকে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করেছে বলে জানা গিয়েছে।

Advertisement

তাপসী মণ্ডল গত বিধানসভায় সিপিএমের প্রতীকে হলদিয়া থেকে জিতেছিলেন। সদ্য তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। সামনের বিধানসভা নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন কি না তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এই হামলা যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তাপসী।

তাপসী বলেছেন, ‘‘গতকাল রাতে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে বাড়ির সামনে ভয়ানক আওয়াজে সবার ঘুম ভেঙে যায়।’’ উৎকণ্ঠা নিয়েই রাত কাটান তাপসীর পরিবারের লোকজন। সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ির উঠোনের সামনে ২টি তাজা বোমা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। তখনই দরজা খুলে দেখেন, দালানের সামনে বোমা পড়ে রয়েছে। তাপসী বলেছেন, ‘‘বাড়ির বাইরে পাঁচিলের গেট লাগানো ছিল। তাই রাস্তা থেকেই বোমগুলি ছোড়া হয়েছিল।’’ যার মধ্যে একটি ফাটলেও বাকিগুলি ফাটেনি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অভিযুক্ত করেছেন তিনি।

Advertisement

তাপসীর দাবি, আগেও একাধিক বার তৃণমূল তাঁর বাড়িতে বোমা মেরেছে। বাড়ি ভাঙচুর করেছে। তাঁর স্বামীকে বেশ কয়েকটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন হলদিয়ার বিধায়ক। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর এটাই প্রথম হামলা বলে দাবি তাপসীর। এ ভাবে ভয় দেখিয়ে তাঁকে রাজনীতি থেকে দূরে সরানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাপসী।

যদিও স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল তাঁর দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। দেবপ্রসাদ বলেছেন, “তাপসীর এলাকায় কোনও জনপ্রিয়তা নেই। তৃণমূল কখনও বোমাবাজি করে না। নিজেকে জনপ্রিয় করে তুলতেই নিজেদের জমিয়ে রাখা বোমা ফাটানো হচ্ছে। মানুষ দল বেঁধে তৃণমূলের শিবিরে যাচ্ছেন, এটা দেখেই ভয় পেয়ে যাচ্ছে বিজেপি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement