তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ বিজেপি বিধায়ক হিরণের। — ফাইল চিত্র।
ঘাটাল ডুবলেও দেখা মেলে না এলাকার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের। নাম না করে ঘাটালের সাংসদকে খোঁচা দিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা আর এক অভিনেতা হিরণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে দেব কোনও মন্তব্য করেননি। তবে হিরণ ‘হীনন্মন্যতায় ভুগে’ এমন মন্তব্য করছেন বলে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
সম্প্রতি ঘাটালে কালীপুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিরণ। সেখানে ঘাটালের প্লাবন পরিস্থিতির কথা তুলে ধরে দেবকে তাঁর কটাক্ষ, ‘‘৭৫ বছর ধরে ঘাটাল জলের তলায় ডুবে আছে। সমস্ত রাজনৈতিক নেতা ভোট চায়। কিন্তু ভোট হওয়ার পর কলকাতার ফ্ল্যাটে থাকে। মলদ্বীপে বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ায়। ৮ বছর ধরে ঘাটালে দেখতে পাওয়া যায় না। একটার পর একটা সিনেমা করে। সিনেমার নায়িকাদের সঙ্গে গান করে, নাচ করে আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকে।’’
গত ফেব্রুয়ারি মাসে গরুপাচার মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সেই প্রসঙ্গ টেনে এনে হিরণের তোপ, ‘‘এনামুল হকের থেকে গরু চুরির টাকা নিয়ে সিনেমা বানায়। সিবিআই ডাকে, সিবিআইয়ের কাছে যায়। আর বলে ‘‘আমি কিছু করিনি। কিছু জানি না। আমি কিছু কিনি না। আমি অমুক পার্টির অমুক নেতাকে জানি না। আমি মুখ্যমন্ত্রীকে চিনি না। যারা জেলে আছে তারা আমার কেউ নয়।’’ এই প্রসঙ্গেই হিরণের সংযোজন, ‘‘সাংসদ হিসেবে ঘুরব। প্রতি মাসে বেতন নেব। যা কাজ হবে তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের থেকে কাটমানি নেব। সেই টাকা নিয়ে সিনেমা করব আর বান্ধবীকে নিয়ে মলদ্বীপে ঘুরতে যাব। সুইমিং করব। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে।’’
হিরণের এ হেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। তাঁর পাল্টা তোপ, ‘‘ঘাটালের রাস্তায় দাঁড়িয়ে বিজেপির হিরণ কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। কিছু অপ্রয়োজনীয় কদাকার কথা বলেছেন। শিষ্টাচার ভেঙে ব্যক্তিগত কোনও কথা আমি বলতে পারব না। হিরণ ব্যতিক্রম নন। কলকাতায় ওঁরও ফ্ল্যাট আছে। আসলে হিরণকে স্টুডিয়োপাড়ায় ডাকছে না। হীনম্নন্যতায় ভুগেই তিনি এই কথা বলেছেন। দেবকে ঘাটালের মানুষ খুব ভালবাসে। দেব দু’বারের সাংসদ।’’
ঘাটালের সাংসদের প্রতিনিধি রামপদ মান্না জানিয়েছেন, মঙ্গলবার এলাকার কলেজ এবং হাসপাতাল-সহ একাধিক জায়গায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ঘাটালে যাওয়ার কথা দেবের।