প্রতীকী ছবি।
নাবালিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুর থেকে পূর্ণিমা গড়াই নামে এক মহিলাকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অভিযুক্ত ওই মহিলা বিজেপির বলরামপুর বিধানসভা কেন্দ্রের সংযোজনক বলে জানা গিয়েছে।
রবিবার ১৩ সেপ্টেম্বর গড়বেতার তিলডাঙা এলাকার মজুরডোমার জঙ্গলে রিম্পা প্রামাণিক (১৭) নামে একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ওই নাবালিকার বাড়ি পাশের হুগলি জেলার গোঘাট থানার মামুদপুর গ্রামে। পুলিশের অনুমান ছিল, অবসাদে আত্মহত্যা করেছে ওই নাবালিকা। যদিও ময়না-তদন্তের রিপোর্ট এখনও জমা পড়েনি। নাবালিকার বাবা অসিতকুমার প্রামাণিক অবশ্য দাবি করেছিলেন, মেয়ে খুন হয়েছে। অভিযোগ, ওই নাবালিকার মৃত্যু নিয়ে পুরুলিয়ার বলরামপুরের পূর্ণিমা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেটি তথ্যপ্রযুক্তি আইনের ধারায় আপত্তিকর বলে জানায় পুলিশ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি দল বলরামপুর গিয়ে পূর্ণিমাকে তাঁর বাড়ি থেকে ধরে। পূর্ণিমার অবশ্য দাবি, ‘‘বিজেপি করি বলে ফাঁসানো হচ্ছে। আমার উপর অত্যাচারও করা হয়েছে।’’ সরকারি আইনজীবী চিন্ময় চক্রবর্তী জানান, ওই মহিলার জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।